টেকনাফ স্থল বন্দর হতে রাজস্ব ফাঁকি দিয়ে শুটকী পাচারের সময় বিজিবি জওয়ানেরা চেকপোস্টে তল্লাশী চালিয়ে ৩৬লক্ষ টাকার শুটকী জব্দ করে কাস্টমসে দিয়েছে।
সুত্র জানায়,গত ৬মে রাতে টেকনাফ স্থল বন্দর হতে চট্্রগ্রামগামী একটি শুটকী বোঝাই ট্রাক টেকনাফ ৪২বিজিবি ব্যাটেলিয়নের হোয়াইক্যং চেকপোস্ট সংলগ্ন এলাকায় পৌঁছলে কোম্পানী কমান্ডার জজ মিয়ার নেতৃত্বে দায়িত্বরত জওয়ানেরা কাগজ পত্র যাচাই করে ৫হাজার ২শ কেজি শুটকী মাছের মধ্যে ৪হাজার ৩শ কেজি শুটকীর ভ্যাট প্রদান করে। স্থলবন্দরে কর্মরত কাস্টমস কর্মকর্তাদের যোগ-সাজশে ৯শ কেজি শুটকী মাছের রাজস্ব ফাঁকি দিয়ে পাচারের চেষ্টা করে। এমতাবস্থায় বিজিবি জওয়ানেরা ৫হাজার ২শ কেজি শুটকী জব্দ করে হ্নীলা শুল্ক অফিসে জমা দেয়। যার বাজার মূল্য ৩৬লক্ষ ৪০হাজার টাকা।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।