টেকনাফ সড়কে বাসের ধাক্কায় ১জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা যায়-২৫ ফেব্রুয়ারী সকাল পৌনে ৯টারদিকে টেকনাফ হতে কক্সবাজারগামী স্পেশাল সার্ভিস (চট্টমেটো-জ-১১-১৪২২)মোচনী গেইট সংলগ্ন ব্রীজে পৌঁছলে শহর হতে টেকনাফগামী একটি গ্রীণলাইন সার্ভিসকে সাইট দিতে গিয়েই ব্রীজের উপর দাড়িয়ে থাকা কক্সবাজার হতে মোচনী শ্বাশুড় বাড়িতে বেড়াতে আসা কক্সবাজারের বড়ছড়ার নুরুল হাকিমের পুত্র শাহাব উদ্দিনকে ধাক্কা দেয়। তাকে দ্রুত উদ্ধার করে নয়াপাড়া শরণার্থী ক্যাম্প হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। শাহাব উদ্দিনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে হস্তান্তর করা হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত অবস্থার উন্নতি না হওয়ায় কক্সবাজার হতে চমেকে রেফারের প্রস্তুতি চলছিল।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।