ডাঃ মাহমুদুর রহমান। উপজেলার আধুনগর ইউনিয়নে এক সন্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন। ছোটকাল হতে স্বপ্ন দেখতেন, বড় হয়ে একজন ভাল চিকিৎসক হবেন, এলাকার অসহায় ও হত দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান করবেন। তার স্বপ্ন পুরণ হয়েছে। তিনিনি উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের ট্রমা সেন্টারে কর্মরত রয়েছেন। তিনি একজন ট্রমা ও অর্থোপেডিক সার্জন। প্রতি সপ্তাহের শুক্রবারে উপজেলার সাউন্ড হেলথ হাসপাতালে অনেক দেখেন। এলাকার কিছু অসহায় ও গরীব রোগীদেরকে ফ্রি চিকিৎসা সেবা দিয়ে থাকেন।এ ব্যাপারে ট্রমা ও অর্থোপেডিক সার্জন ডাঃ মাহমুদুর রহমান উক্ত প্রতিবেদককে জানান, ছোটকালে স্বপ্ন দেখতাম বড় হয়ে একজন চিকিৎসক হব। এলাকার গরীব মানুষদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করব। মহান আল্লাহ রাব্বুল আলেমিন আমার স্বপ্ন পুরণ করেছে। তিনি আরো জানান,এলাকার যেকোন গরীব মানুষদের কে বিনামূল্য তিনি চিকিৎসা সেবা প্রদান করবেন এবং দরিদ্র পরিবারকে তার নিজস্ব তহবিল হতে সার্বিকভাবে আর্থিক সহযোগিতা ও সহমর্মিতার হাত প্রসারিত করবেন বলেও তিনি জানান। ডাঃ মাহমুদুর রহমান লোহাগাড়ার সর্বস্হরের জনসাধারণের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।