সরাসরি চব্বিশ ঘন্টার সংবাদ ভিত্তিক বেসরকারি টেলিভিশন ডিবিসি’র (ঢাকা বাংলা চ্যানেল) কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন শংকর বড়–য়া রুমি। শুক্রবার (২৩ ডিসেম্বর) ঢাকা অনুষ্ঠিত প্রতিনিধি সভা শেষে ডিবিসির চেয়ারম্যান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী স্বাক্ষরিত এ নিয়োগ পত্রটি তার হাতে প্রদান করেন চেয়ারম্যান নিজেই।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য শংকর বড়ুয়া রুমি দীর্ঘদিন ধরে দেশের অন্যতম আনলাইন বিডিনিউজটোয়েন্টিফোরডটকম এর কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি কক্সবাজারের বিভিন্ন সংবাদ পত্রে বিভিন্ন পদে দায়িত্বরত ছিলেন। প্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মী শংকর বড়ুয়া রুমি ডিবিসির জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।