কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের আদালত এলাকা থেকে তুলে নিয়ে তরুণীকে ‘দলবদ্ধ ধর্ষণ’ ঘটনায় অভিযুক্তদের মাঝে তিনজনকে অবশেষে গ্রেফতার করেছে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন। তাদের স্বীকারোক্তি মতে একটি পিস্তল ও ৯টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল খায়রুল ইসলাম সরকার। শুক্রবার (২৫ মার্চ) দিনগত গভীর রাতে ঈদগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে উল্লেখ করেন র্যাব-১৫ এর এ কর্তা।
১৪ মার্চ ঈদগাঁওর এক তরুণী তাকে কক্সবাজার আদালত এলাকা হতে তুলে নিয়ে পার্শবতী বাহারছরায় অভিযুক্তদের আত্মীয়ের বাসায় নিয়ে প্রহার ও ধর্ষণের অভিযোগে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেছেন। চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা পাঁচজনসহ ৯ জনকে আসামি করা হয়েছে।
সেই মামলার প্রধান অভিযুক্ত কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালীর রমজান আলী মেম্বারের ছেলে ফিরোজ আহমদ, তার নিকটাত্মীয় পোকখালীর দোলা মিয়ার ছেলে নুরুল ইসলাম ও একই উপজেলার ইসলামপুরের গণি সওদাগরের ছেলে মো. শরীফকে গ্রেফতার করেছে র্যাব-১৫। মামলার অপর আসামী রাসেল উদ্দিন পলাতক রয়েছে।
শনিবার দুপুরে র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খাইরুল ইসলাম সরকার সংবাদ সম্মেলনে বলেন, গত ১৪ মার্চ কক্সবাজার আদালত পাড়া হতে এক মহিলাকে তু্লে নিয়ে কতিপয় দুর্বৃত্ত পালাক্রমে ধর্ষণ করেন। পরবর্তী উল্লেখিত স্থান হতে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে। কক্সবাজার সদর থানায় ভিকটিম মামলা রুজু করলে অভিযুক্তদের বিরুদ্ধে ছায়াতদন্ত শুরু করা হয়।খবর আসে তরুণীকে মামলায় অভিযুক্তরা এলাকায় প্রভাব ও প্রতাপশালী। তারা অপরাধ নিয়ন্ত্রণ করতে গিয়ে অবৈধ অস্ত্র ব্যবহার করছেন। সোর্স ও প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান সনাক্ত হয়ে অভিযান চালানো হয়। তাদের আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে একটি পিস্তলসহ আরো ৯টি দেশীয় আগ্নেয়াস্ত্র তাদের দেখানো মতে উদ্ধার করা হয়।
লে. কর্ণেল খায়রুল ইসলাম সরকার আরো বলেন, তদন্ত চলাকালীন এ মামলার আসামি শরীফ প্রকাশ শরীফ কোম্পানি, ফিরোজ ওরফে মোস্তাক ডাকাতদের কিছু চাঞ্চল্যকর তথ্য আমাদের কাছে আসে।
আসামি শরীফের রেকর্ড পর্যালোচনায় দেখা যায়, তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতি বিবেচনা করে অত্যন্ত সুকৌশলে বারংবার তার রাজনৈতিক মতাদর্শ পরিবর্তন করে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করেছেন। ২০১৪ সালের ১২ নভেম্বর ইসলামপুর ইউনিয়নের বটতলীস্থ বাংলাদেশ আওয়ামী লীগের অফিস দখল করে। সেই অফিসে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে। পরবর্তী এ সংক্রান্ত মামলায় আসামি হয়। এখন আবার রাজনৈতিক পল্টিতে আওয়ামী লীগের নেতা তিনি।
অপরদিকে, প্রধান অভিযুক্ত গ্রেফতার আসামি ফিরোজ ওরফে মুস্তাক ডাকাত মূলত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একজন প্রসিদ্ধ ঢাকাত। কুখ্যাত ডাকাত সর্দার হিসেবে ইতিপূর্বে তিনি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের শতাধিক ডাকাতি সংঘটিত করেছে। ১৯৯৬ সালে গোমাতলী হাফেজ মিয়ার ঘোনা দখলে অংশ নিয়ে একাধিক হত্যা, হত্যা চেষ্টা ও অস্ত্র মামলার আসামি। ১৯৯৭ সালে খুটাখালী বাজারে ডাকাতিকালে স্থানীয় জনতার হাতে অস্ত্রসহ আটকের পর গণধোলাই দুয়ে পুলিশে সোপর্দ করা হয়। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হয়ে ১২ বছর জেল খেটে আপিল করে জামিন পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে হাজিরা দেওয়ার শর্তে মুক্তি পায়। মোস্তাক হতে ২০০৮ সালে ফিরোজ আহমেদ নাম ধারণ করে এনআইডি কার্ড করে ডাকাত মোস্তাক। এ ফিরোজ ২০১৪-১৫ সালে সাগরপথে মালয়েশিয়ায় মানব পাচার করে। শরিফ- ফিরোজরা সংঘটিত হয়ে সোনালী এন্টারপ্রাইজ নামে সিন্ডিকেট করে এলাকায় জমি দখল, বন দখল, ভূমি দখল, গাছ চুরি করে বিক্রিসহ নানা কর্মকাণ্ডে লিপ্ত ছিল। শরীফ-ফিরোজরা এতটাই ভয়ংকর যে তাদের বিরুদ্ধে এলাকায় কেউ টুঁ-শব্দটিও করে না। কেউ করে থাকলে তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে শায়েস্তা করানো হয়। তেমনি একজন ভুক্তভোগী ইদ্রিস। তাকে ধরে নিয়ে দুই হাতের কব্জি কেটে নেয় শরীফ। জেলার সরকার দলীয় এক নেতাকে হত্যার চক এঁকে অপারেশন চালিয়েও ব্যর্থ হন শরীফ। তার অধিকাংশ অপরাধ কর্মের অডিও র্যাবের হাতে এসেছে।
তিনি আরো জানান, এলাকায় ছোট বাচ্চা এবং মহিলাদের নিয়ে খুচরা ও পাইকারি মাদক বিক্রি করাতো ফিরোজ। তার সিন্ডিকেটের অনেকে বেশ কয়েকবার মাদকসহ গ্রেফতার হয়েছিল। ১৪ মার্চে সংঘটিত ধর্ষণকাণ্ডে ভিকটিমের সাথে বৈবাহিক অবস্থা প্রমাণ করতে একটি ভুয়া কাবিননামা তৈরি করে গোপন কক্ষে বিতর্কিত সংবাদ সম্মেলন করে মোস্তাক ডাকাত ‘শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা’ করে। কিন্তু র্যাবের তদন্তে আসল ঘটনা উঠে আসে। ফিরোজ ১৪ মার্চের ভিকটিমকে অকথ্য ভাষায় হুমকি দেয়। এছাড়া ফিরোজ নিজেই স্বীকার করেছে তিনি পাঁচটি মামলার আসামি, ১২ বছর জেল খেটেছে। ফিরোজ-শরীফের যোগসাজশে ১৪ মার্চপর ভিকটিমকে পূর্বেও অস্ত্র দিয়ে আঘাত করে। তাদের নির্জন আস্থানা হতে তাদের গ্রেফতারের পাশাপাশি তল্লাশি করে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
তাদের গ্রেফতারের মাধ্যমে ঈদগাঁও এলাকায় অপরাধ অনেকাংশে কমে শান্তি ফিরে আসবে বলে মনে করছেন র্যাবের এ কর্মকর্তা।
এসব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে, র্যাব কর্মকর্তা লে. কর্ণেল খায়রুল ইসলাম সরকার বলেন, যত ধরনের অভিযোগ আসছে সবকিছু নোট করে রাখা হচ্ছে। এসব খতিয়ে দেখে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
মামলরা বাদি তরুণী বলেন, আমার মামলার আসামীরা আগে থেকেই পুলিশের অতি ঘনিষ্ট। যার ফলে তারা মামলার পরও আমায় হত্যার হুমকিসহ মামলা আপস দিতে আইনজীবী ও রাজনৈতিক বেতাদের দিয়ে চাপ দিয়েছে। র্যাব ছায়াতদন্ত করে গ্রেফতার না করলে তারা আইনের আওতায় আসতো কিনা সন্দেহ।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, তরুণীকে ধর্ষনের অভিযোগে মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত কয়েকজনকে র্যাব গ্রেফতার করেছে বলে জেনেছি। এখনো তাদের থানায় সোপর্দ করা হয়নি। আগ্নেয়াস্ত্র পাওয়া গেলে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করার পর ধর্ষণ মামলাতেও শোন এরেস্ট দেখানো হবে। অপর আসামীর সাথে তাদের কোন সম্পর্ক।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।