২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

লোহাগাড়ায় অনুষ্ঠিত স্মরণ সভা ও শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে বক্তারা

তসলিম উদ্দিন চৌধুরী ছিলেন শ্রম সাধনায় একজন প্রকৃত কর্মবীর

রায়হান সিকদার,(লোহাগাড়া): চট্টগ্রামের বহুল প্রচারিত দৈনিক পূর্বকোণের সম্পাদক স্থপতি তসলিম উদ্দীন চৌধুরী ছিলেন শ্রম সাধনায় একজন প্রকৃত কর্মবীর। তিনি শুধু পত্রিকার সম্পাদক হিসেবে নন বরং স্বীয় কর্মদক্ষতায় নানা গুণে গুণান্বিত ছিলেন। তিনি জীবনকে অলংকৃত করেন কর্মগুণে। তাঁর প্রতিভার বিকাশ ঘটে কর্ম সাধনা ও স্পষ্টবাদিতায়। শিল্পীর শৈল্পিক গুণের স্রোত ধারায় রচিত তাঁর উজ্জ্বল জীবন। কর্মময় জীবনের স্রোতধারায় তিনি সংবাদপত্র ও সংবাদপত্র শিল্পের বিকাশে মূল্যবান ভূমিকা রাখেন। তাঁর কর্মসাধনায় বিকশিত হয় দৈনিক পূর্বকোণ পত্রিকার সুনাম, প্রচার ও প্রকাশ। তাঁর অদম্য উৎসাহ উদ্দীপনা ও নিরলস সাধনায় তিনি সুনাম অর্জন করেন সংবাদপত্র জগতে। স্বীয় কর্মগুণে স্থপতি তসলিম উদ্দীন চৌধুরী ছিলেন একজন অকুতোভয় কলমযোদ্ধা।
গত ১৩ জানুয়ারী বিকেল ৪টায় লোহাগাড়া দরিদ্র শিক্ষার্থী কল্যাণ সংস্থার উদ্যোগে লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশনস্থ এ.রহমান মার্কেট মিলনায়তনে অনুষ্ঠিত তসলিম উদ্দীন চৌধুরীর স্মরণ সভা ও শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক ও ব্যবসায়ী সাত্তার সিকদার। প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। প্রধান বক্তা ছিলেন বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের বিশিষ্ট শিক্ষক আকতার আহমদ। বিশেষে অতিথি ছিলেন উত্তর আমিরাবাদ এম.বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিক আহমদ। বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক মোহাম্মদ আলমগীর, বিশিষ্ট সাংবাদিক আবদুল আউয়াল জনি, আমিরাবাদ ইউ.পি সদস্য মাওলানা আজিজুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সদস্য শাহাদত হোসেন সাগর, মোহাম্মদ ইউসুফ, মোঃ সালাহ উদ্দিন, মোঃ আরমানুল হক, মোঃ সাইফুল ইসলাম, মোহাম্মদ এরশাদ ও মোহাম্মদ আবছার প্রমুখ।
প্রধান অতিথি জিয়াউল হক চৌধুরী বাবুল বলেন, দৈনিক পূর্বকোণ পত্রিকা যেমন বহুল প্রচারিত ও জনপ্রিয় অনুরূপ পূর্বকোণের প্রতিষ্ঠা আলহাজ্ব মরহুম মোহাম্মদ ইউসুফ চৌধুরী ও সম্পাদক মরহুম স্থপতি তসলিম উদ্দিন চৌধুরী ও জননন্দিত ও জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তাঁরা ব্যক্তিত্ব ও কর্মদক্ষতার গুণে দৈনিক পূর্বকোণ পত্রিকা জনপ্রিয়তার শীর্ষ অবস্থানে নিয়ে যান। তিনি বলেন, তিনি নিজেই পূর্বকোণের একজন নিয়মিত পাঠক। পূর্বকোণ পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক তাঁর খুব প্রিয়। উক্ত স্মরণ সভা ও শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে তিনি তাঁদের আতœার মাগফেরাতসহ দৈনিক পূর্বকোণের আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
উল্লেখ্য, অনুষ্ঠান পূর্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শীতার্ত দরিদ্র লোকদের মাঝে কম্বল বিতরণ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।