১৩ মে, ২০২৫ | ৩০ বৈশাখ, ১৪৩২ | ১৪ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র

তাবে কি বার্সা ছাড়ছেন মেসি?

গত কয়েকদিন ধরেই বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে হঠাত্‍ করে যেন বার্সেলোনার ফুটবল ফ্যানদের একটু বেশি টেনশনে থাকতে দেখা যাচ্ছে৷ আর সেটা পুরোটাই লিওনেল মেসিকে ঘিরে৷ জানা যায়, বার্সেলোনার পক্ষ থেকে নতুন মরশুমের জন্য আর্জেণ্টাইন তারকাকে যে প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে রাজি হননি তিনি৷ তাহলে কি তিনি ক্লাব ছাড়ছেন? এমন প্রশ্ন এখন ঘুরছে বার্সা ফ্যানদের কাছে৷

বার্সেলোনার সঙ্গে মেসির চলতি চুক্তি শেষ হচ্ছে ২০১৭ সালের শেষে৷ তারপর ইচ্ছা হলে বার্সেলোনা থেকে চলে যেতে পারেন তিনি৷ সেরকম পরিস্থিতি হলে আগে থেকে কোনো ক্লাবের সঙ্গে চুক্তিও করে ফেলতে পারেন৷ যা কার্যকর হবে ২০১৮ সালের জানুয়ারি থেকে৷

জানা গিয়েছে, আগামী মরশুমে মেসিকে ৩০ থেকে ৩৫ মিলিয়ন পাউন্ড দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল৷ কিন্তু মেসি তাতে রাজি হননি মেসি৷ তিনি নতুন চুক্তিতে ৪৫ মিলিয়ন পাউন্ড বেতন চেয়ে বসে রয়েছেন৷ মেসির বাবাই তাঁর এজেণ্ট৷ তিনি নিয়মিত বার্সেলোনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন৷

তিনি রাখঢাক না করে বলে দিয়েছেন, হাতে যথেষ্ট সময় রয়েছে৷ তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেওয়ার মানে হয় না৷ কথাবার্তা চলছে৷ দেখা যাক কী হয়৷ যা পরিস্থিতি তাতে ক্লাবের প্রস্তাবে মেসির মন না গললে পরের মরশুমে ন্যু ক্যাম্পে নাও দেখা যেতে পারে এলএম টেনকে। ভেঙে যেতে পারে মেসি-নেইমার-সুয়ারেজের এমএনএস ত্রয়ী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।