রাজধানীর ফকিরেরপুল এলাকা থেকে বৃহস্পতিবার রাতে মানব পাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় পাচার করার জন্য নিয়ে আসা ৭ জনকে উদ্ধার করা হয়।
র্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ক্যাপ্টেন মো. মাকসুদুল আলম দ্য রিপোর্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পাচারকারী চক্রটি মালয়েশিয়া ও ইরাকে মানব পাচার করত।
তবে তাৎক্ষণিকভাবে আটক তিন মানবপাচারকারী এবং উদ্ধার হওয়া ৭ জনের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।