নীতিশ বড়ুয়া, রামুঃ কক্সবাজারের সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁহ’র ভোট কেন্দ্রের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় কক্সবাজার সদর-রামু আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ পরিবার ও এলাকার সচেতন জনগণ ঐক্যবদ্ধ ভাবে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত করায় সকল নেতা কর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বালাদেশ আওয়ামীলীগ ঐক্যবদ্ধ হলে বিজয় আওয়ামীলীগের ঘরেই থাকে। আওয়ামীলীগের বিজয় হলে এলাকার মানুষ উন্নয়ন, সুখ, শান্তি ও সমৃদ্ধি পায়।
এমপি কমল বলেন, আমাদের প্রথম কাজ হবে গ্রামের উন্নয়নের পাশাপাশি ঈদগাঁহকে উপজেলায় রূপান্তন করা। আর ঈদগাঁহ উপজেলায় রূপান্তর হলে পাল্টে যাবে গ্রামের চিত্র। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বিষয়ে সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঐক্য ধরে রাখতে পারলেই উপজেলা নির্বাচনেও বিজয় আওয়ামীলীগের পরিবারে থাকবে। তাই সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
নির্বাচনে তৃণমুল পর্যায়ে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের মতামতের ভিত্তিতে প্রতিটি ইউনিয়নে আগের চেয়ে বেশী উন্নয়ন করতে এমপি কমল সকল নেতৃন্দের সহযোগিতা কামনা করেছেন।
কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁহ আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথা বলেন। ঈদগাঁহ পাবলিক লাইব্রেরী মাঠে বিকাল ৪ টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু তালেব। সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মাহমুদুল করিম মাদু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফরিদুল আলম, হুমায়ুন তাহের হিমু, জালালাবাদের চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, পোকখালীর চেয়ারম্যান রফিক আমদ, যুগ্ম সম্পাদক বদিউল আলম আমীর, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান আজাদ, ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর ছিদ্দিক চেয়ারম্যান, পোকখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজাহের আহম্মদ, চৌফলদন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এহেছানুল হক, ঈদগাঁহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য সোহেল জাহান চৌধুরী, ভারুয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা তারেক আজিজ, সাইফুল ইসলাম, মমতাজুল ইসলাম, কাইছার মমতাজ, মঈন উদ্দিন, আব্দুল হাকিম, আবু বক্কর ছিদ্দিক বান্ডি, রাসেদ উদ্দিন রাশেল, অনুপম পাল, নুরুল হুদা মেহেদী, মিজানুল হক মিজান প্রমুখ। নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল সকালে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়ন, দুপুরে সদর উপজেলার জালালাবাদ ও পোকখালী ইউনিয়নের আওয়ামী পরিবারের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।