সাম্প্রতিক বন্যায় নাইক্ষ্যংছড়ির কয়েকটি ইউনিয়নে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করতে যাচ্ছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। শনিবার সকাল ১০টায় তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তন এলাকায় পার্বত্য জেলা পরিষদ ও উপজেলা পরিষদের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। পরে তিনি সাড়ে ১১ বান্দরবানের উদ্দেশ্যে নাইক্ষ্যংছড়ি ত্যাগ করবেন বলে প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরী জানিয়েছেন।
উল্লেখ্য গত ২৩ জুন থেকে নাইক্ষ্যংছড়িতে ভারী বর্ষণ শুরু হলে ২৫ ও ২৬জুন বন্যা কবলিত হয়ে পড়ে উপজেলার বেশ কয়েকটি গ্রাম এতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। বর্তমানে ক্ষতিগ্রস্থ অনেকে খোলা আকাশের নিচে দিনাতিপাত করছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।