১৯ এপ্রিল, ২০২৫ | ৬ বৈশাখ, ১৪৩২ | ২০ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

দক্ষিণ আফ্রিকা জুজু কাটাতে পারবেন তামিম

দেশ কিংবা দেশের বাইরে, তামিম ইকবালের ব্যাট হাসলে হাসে বাংলাদেশও। নিজের ঘরে অবশ্য অনেকেই দাপট দেখাতে পারে, পরের ডেরায় দেখাতে পারে ক’জন? এই একটা জায়গায় গলা উঁচু করেই কথা বলতে পারবেন তামিম ইকবাল। সাদা পোশাকে দেশের চেয়ে যে দেশের বাইরেই বেশি উজ্জ্বল বাঁ-হাতি এই ওপেনারের ব্যাট!

৫১ টেস্টের ক্যারিয়ারে তামিম রান করেছেন ৩৯.৬৫ গড়ে ৩৮৪৭ রান। দেশের মাটিতে ৩২ টেস্টে গড় ৩৯.৬১ করে। বিদেশের মাটিতে যেন আরও উজ্জল। দেশের চেয়েও এগিয়ে তার রান তোলার গড়। ১৯টি অ্যাওয়ে টেস্টে তামিমের ব্যাটিং গড় ৩৯.৭২ করে।

অস্ট্রেলিয়া, ভারত কিংবা পাকিস্তানের মত টেস্ট ক্রিকেট পরাশক্তিদের বিপক্ষে এই গড়টা চল্লিশেরও উপরে। ক্রিকেটের জনক ইংল্যান্ডের বিপক্ষে তো একেবারে ঈর্ষা জাগানিয়া। ইংলিশদের বিপক্ষে ছয় টেস্টে ৬১.৩৩ গড়ে রান করেছেন দেশসেরা এই ওপেনার। ব্যতিক্রম শুধু দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিপক্ষে খেলতে নামলেই কি যেন এক অজানা জুজু ঘিরে ধরে এই ব্যাটসম্যানকে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছয় টেস্টে তামিমের ব্যাটিং গড় মাত্র ১৬.৬০। প্রোটিয়াদের মাটিতে সেটা একটু বেশি। তাও সন্তোষজনক নয়। মাত্র ১৯.৮০ করে। তামিম অবশ্য এই একটা ব্যাপারে প্রতিবাদ জানাতে পারেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে খুব একটা খেলার সুযোগই হয়নি তার। খেলেছেন মাত্র দুটি টেস্ট, সেটাও সেই ২০০৮ সালে।

সে সময় বয়স, অভিজ্ঞতা দুই-ই কম ছিল তামিমের। এখনকার তামিমের সঙ্গে সেই অপরিপক্ক তামিমকে মেলানো ভুল হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের সর্বশেষ ইতিহাসগড়া টেস্ট জয়ের দিকেই তাকিয়ে দেখুন! ব্যাটসম্যানদের বধ্যভূমি হয়ে পড়া পিচে দুই ইনিংসেই সত্তোরোর্ধ রান করেছিলেন তামিম। এবার এই ছন্দটা দক্ষিণ আফ্রিকার মাটিতে টেনে নেয়ার পালা!

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।