দলকে তৃণমূলে সুসংগঠিত করতে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে মাঠে ময়দানে ঝাপিয়ে পড়ার আহবান জানিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক রাসেল। তিনি বলেন, বিরোধী শক্তির জুলুম-নির্যাতন সইয়ে তীলে তীলে বেড়ে ওঠা সংগঠন ছাত্রদল। শহীদ জিয়ার হাতে গড়া এই সংগঠনের দাওয়াত সকল পর্যায়ের ছাত্রদের কাছে পৌঁছাতে হবে। আওয়ামী লীগের অপশাসনের বিরুদ্ধে ব্যাপক জনমত গড়ে তুলতে হবে।
রবিবার (৩০ অক্টোবর) ছাত্রদল নেতারা জেলা সভাপতি রাশেদুল হক রাসেলের বাস ভবনে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এসব কথা বলেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আমরা এক কঠিনতম সঙ্কট অতিক্রম করছি। গণতন্ত্রের জন্য, দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য এই সময়টা সবচেয়ে কঠিন। ছাত্রদলকে আরো বেশী সাহস-শক্তি নিয়ে সামনে এগুতে হবে।
সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের নতুন কমিটির সহ-সভাপতি কামরান জাহিদ মকুট,আবদুল্লাহ আল মামুন, মোশারফ হোসেন, সৈয়দ মুহসিন মুন্না, সহ-সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সবুজ, ধর্ম বিষয়ক স¤পাদক আবদুল্লাহ খাঁন, গন শিক্ষা বিষয়ক সম্পাদক রহিম উল্লাহ, সহ-প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সহ-আইন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন সাইদী, রাশেদুল হক রাশেদ, সহ-স্কুল বিষয়ক সম্পাদক সাহাবাস হায়দার আকাশ, সহ-ধর্ম বিষয়ক স¤পাদক মোহাম্মদ শাহনেওয়জ, জেলা কমিটির সদস্য কে.এস সাদেক হোসেন, আনোয়ার ইসলাম রুবেল, রেজাউল করিম, নাজিম উদ্দিন, সাইফুল রহমান, সাইফুল ইসলাম রনি প্রমুখ।
অন্যান্য ছাত্রনেতাদের মধ্য উপস্থিত ছিলেন- রাজিবুল ইসলাম আরিফ, আজম ইকবাল, মোহাম্মদ নাসিম, মোহাম্মদ রেদুয়ান, মোহাম্মদ বাদশা, তৌওহিদুল ইসলাম, শহীদুল ইসলাম শান্ত, মোহাম্মদ সাইম, আরফাতুল রহমান।
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর কক্সবাজার জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের পর থেকে সভাপতি রাশেদুল হক রাসেল এর বাস ভবনে ভীড় জমাচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা। জেলা কমিটিতে স্থান পাওয়া নেতাদের পাশাপাশি বিভিন্ন ইউনিট কমিটির নেতারাও যাচ্ছেন সভাপতিকে শুভেচ্ছা জানাতে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।