২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর রবি

দুই বছরের জন্য আবারো বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর হয়েছে টেলিকম কোম্পানি রবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্লোর প্রাইজ ছিল ৬০ কোটি টাকা। তার চেয়ে বেশি দিয়ে স্পন্সর হয়েছে রবি আজিয়াটা লিমিটেড। এক্ষেত্রে বাংলাদেশ পুরুষ ও মহিলা দল, অনূর্ধ্ব-১৯ দল ও বাংলাদেশ ‘এ’ দলের জার্সিতে রবির লোগো শোভা পাবে।

রবির স্পন্সর হওয়ার বিষয়ে বিসিবি পরিচালক কাজী ইনাম আহমেদ বলেন, ‘পুরুষ, মহিলা, অনুর্ধ্ব-১৯ দল, বাংলাদেশ ‘এ’ দলের আগামী দুই বছর রবি আমাদের স্পন্সরশিপ পেয়েছে। এর আগের দুই বছরও তারা ছিল। আমাদের এখানে অংশগ্রহণ করেছে রবি এবং প্রাণ। পুরো প্রক্রিয়াটি গত বছরের মতো করে করা হয়েছে। আমাদের চাটার্ড একাউন্ট ফার্ম তারা পুরো বিষয়টি পর্যালোচনা করেছে। আমাদের ফ্লোর প্রাইজ যেটা দেওয়া ছিল সেটা ক্রস করেছে রবি।’

তিনি আরো বলেন, ‘২০১৯ বিশ্বকাপ পর্যন্ত রবির সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। যেটা শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে। আমার খুব খুশি এবং গর্বিত রবি আমাদের সঙ্গে দ্বিতীয় বারের মতো থাকায়। তারা এবারের সবচেয়ে সফল বিটার। তারা দুই বছর আমাদের সাপোর্ট করেছে। আশা করি এই ধারা অব্যহত থাকবে। গতবারের চেয়ে ৫০ ভাগ বেশি! এর মূল কারণ বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাচ্ছে ‘

রবির সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তৈরি করছে বিশ্বের এক নম্বর ক্রিকেট দল। রবি তৈরি করছে বাংলাদেশের সেরা নেটওয়ার্ক। আমরা এক সঙ্গে ছিলাম, আগামীতেও আমেরা একসঙ্গে থাকব।’

বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘যেটা ছিল সেটা মিট করা হয়েছে। ওটাই গুরুত্বপূর্ন। ওটা মিট না করতে পারলেতো আমরা চুক্তি করতাম না।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।