বিশেষ প্রতিবেদক:
পাসপোর্টের জন্য পুলিশ ক্লিয়ারেন্সে কোন পুলিশ সদস্য অর্থ দাবি করলে কিংবা হয়রানী করলে সাথে সাথে ব্যবস্থা নেয়ার কথা জানালেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।
সোমবার কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে পাসপোর্টের জন্য আবেদন করা দুই শতাধিক গ্রাহককে ডেকে সারিবদ্ধভাবে নিজ হাতে পুলিশ ক্লিয়ারেন্স বিতরণকালে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, কারো কোন অভিযোগ বা সহযোগীতা লাগলে সরাসরি যোগাযোগ করতে পারবেন।
এদিকে স্বল্প সময়ে ও খুব সহজে পুলিশ ক্লিয়ারেন্স হাতে পেয়ে খুশি গ্রাহকরা।
অনলাইনে আবেদন করার পর জেলার ৯টি থানায় গ্রাহকরা সরাসরি পুলিশ ক্লিয়ারেন্সের এই সেবা পাবেন বলেও জানান পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।