এম.জিয়াবুল হক,(চকরিয়া): আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৭ উপলক্ষে গতকাল ১৩ অক্টোবর সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সচেতনতামুলক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রানালয়ের অর্থায়নে ঘুর্ণিঝড় প্রস্ততি কর্মসুচি (সিসিপি) চকরিয়া উপজেলার আয়োজনে অনুষ্ঠিত র্যালীটি উপজেলা পরিষদ সড়ক প্রদিক্ষন করে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
রেড ক্রিসেন্ট সোসাইটি চকরিয়া উপজেলা কর্মকর্তা মুনীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটি চকরিয়া উপজেলার টিম লিডার প্রবীণ আওয়ামীলীগ নেতা মো.নুরুল আবছার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো.জোবায়ের হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান। এছাড়াও অনুষ্ঠিত র্যালী এবং আলোচনা সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ঘুর্ণিঝড় প্রস্ততি কর্মসুচি (সিসিপি) চকরিয়া উপজেলার সকল ইউনিয়ন কমিটির সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত সভায় উপজেলা চেয়ারম্যান আলহাজ জাফর আলম বলেন, বাংলাদেশ একটি দুর্যোগ ঝুঁিকপুর্ণ দেশ। তারমধ্যে কক্সবাজার জেলা সবচে বেশি ঝুকিঁপুণ একটি অঞ্চল। এখানে নির্বিচারে পাহাড় নিধন, পাথর উত্তোলন ও প্যারাবন উজার হচ্ছে। জলবায়ুর বিরূপ প্রভাবের কারনে বর্তমানে উপকুলের বেশির ভাগ এলাকা দুর্যোগ ঝুঁিকতে। তিনি বলেন, প্রতিবছর বর্ষাকালে উপজেলা জুড়ে দুযোর্গের মাত্রা বেড়ে যায়। এতে জনগনের মাঝে আতঙ্ক ও উৎকন্ঠা বাড়ে। তাই সব ধরণের দুর্যোগ মুর্হুতে জানমালের নিরাপত্তা নিশ্চিত কল্পে দুর্যোগ মোকাবেলায় জনগনের মাঝে সর্তকবার্তা জোরালো করতে হবে। আর মাঠ পর্যায়ে এ কাজটি দায়িত্বশীল ভাবে করতে হবে ঘুর্ণিঝড় প্রস্ততি কর্মসুচি (সিসিপি) কমিটির সকল সদস্যদেরকে। পাশাপাশি জনপ্রতিনিধি থেকে শুরু করে সমাজের সকলস্তরের জনগনকে এব্যাপারে সজাগ ভুমিকা পালন করতে হবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।