২২ এপ্রিল, ২০২৫ | ৯ বৈশাখ, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

দূর্গত এলাকার মানুষের পাশে বাংলাদেশ ছাত্রলীগের মেডিকেল টিম

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মেডিকেল টিম কর্তৃক ঘূর্ণিঝড় “মোরা” দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্যসেবার জন্য মেডিকেল ক্যাম্প এবং ঔষধ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাঃ সুমনের নেতৃত্বাধীন কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক উপ-সম্পাদক ডাঃ শাহরিয়ার শান্ত , কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ উপল চাকমা , ডাঃ তানজিদ হোসাইন, নুরুল আযম সহ ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ ও ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ আজ কক্সবাজারের উখিয়া, টেকনাফ, কুতুপালং সহ বিভিন্ন ‘মোরা’ আক্রান্ত এলাকায় ত্রাণ ও প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করেন। এই জনসেবামূলক কাজে সার্বিক সহযোগিতা প্রদান করেন কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় ছাত্রলীগের ত্রাণ ও ওষুধ সামগ্রীর পাশাপাশি কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রলীগের পক্ষ থেকেও বিপুল পরিমাণ ওষুধ ও ত্রাণসামগ্রী সরবরাহ করা হয়।
কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে এই উদ্যোগে সার্বিক সহযোগিতায় মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ডাঃ মুসাব্বির হোসেন তানিম, সিনিয়র সহসভাপতি ডাঃ রাজীব দাশ, সাধারণ সম্পাদক মোস্তফা ইমন, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ হোসাইন , সাংগঠনিক সম্পাদক মোঃ আবিদ, সদস্য  তন্ময় মন্ডল সহ  মেডিকেল কলেজ ছাত্রলীগের একঝাঁক  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
উপস্থিত ছাত্রলীগের মেডিকেল টিমের নেতৃবৃন্দ জানান, আমাদের জনসেবামূলক উদ্যোগে মোরা আক্রান্ত এলাকার মানুষের মনে কিছুটা হলেও স্বস্তি এসেছে, এক হাজার অধিক অসহায় নারী, পুরুষ আমাদের স্বাস্থ্য সেবা গ্রহন করেছে। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক কক্সবাজারের প্রত্যকটি দূর্গত এলাকায় স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ঔষুদ সমগ্রী পৌঁছে দিব।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।