ঘুর্ণিঝড় নাডার প্রভাবে ভৈরী আবহাওয়া বিরাজ করছে। ঝরছে বৃষ্টি। রবিবার সকাল নাগাদ এটি বরিশাল উপকূল হয়ে চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে। এসময় ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ মানুষদের স্থাস্থ্য সেবা দিতে মেডিকেল টিম গঠন করেছে সাতকানিয়ার কেরানীহাট মা-শিশু জেনারেল হসপিটাল। হসপিটালের নির্বাহী চেয়ারম্যান ওসমান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। নির্বাহী চেয়ারম্যান ওসমান আলী ও ভাইস চেয়ারম্যান আজিজুল হক জানান, সাতকানিয়ার পাশেই উপকূলীয় এলাকা রয়েছে। ঘুর্ণিঝড়ে উপকূলবাসী ক্ষতিগ্রস্থ হলে সাথে সাথে কাজ শুরু করবে কেরানীহাট মা-শিশু জেনারেল হসপিটালের মেডিকেল টিম। ডাক্তার ফাতেমা জোহরা রূপা , ডাক্তার নাহিদ মিজান ও ডাক্তার নিশাত নাবিলার নেতৃত্বে পৃথক মেডিকেল টিম গঠন করা হয়েছে। মানুষকে দ্রুত উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রস্তুত থাকবে অত্যাধুনিক এম্ব্যালেন্সও। হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর সাংবাদিক শহীদুল ইসলাম বাবর বলেন, মেডিকেল টিম গঠনের বিষয়টি আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি। প্রয়োজনে তিনি আমাদের জানাবেন বলে জানিয়েছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।