আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমি আমার দলের নেতাদের সতর্ক করেছিলাম, বলেছিলাম- খাই খাই ভালো না। কিন্তু তারা (বিএনপি) এখন আমার বক্তব্য নিয়ে পলিটিক্স শুরু করে দিয়েছে।
বুধবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে মেট্রোরেল প্রকল্পের প্যাকেজ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ কখনো দেশ ছেড়ে পালিয়ে যায়নি, পালিয়ে যাওয়ার রেকর্ড বিএনপির আছে। খালেদা জিয়ার দুই ছেলে পালিয়ে গিয়েছিল। নয় বছর ধরে প্রবাসে আছে একজন।’
ওবায়দুল কাদের বলেন, ‘আমি তিক্ততা বাড়াতে চাই না। কিন্তু আওয়ামী লীগের হাওয়া ভবন আর খাওয়া ভবন তৈরির রেকর্ড নেই। ভবিষ্যতেও থাকবে না। এর আগে আমরাও ক্ষমতার বাইরে গেছি। কিন্তু আমাদের কোনো নেতা পালিয়ে যাননি।’
তিনি বলেন, ‘২০০১ সালে বিএনপির ষড়যন্ত্রের কারণে হেরে যায় আওয়ামী লীগ। ক্ষমতায় এসে আহসানউল্লাহ মাস্টার, কিবরিয়াসহ আওয়ামী লীগের ২১ হাজার নেতা-কর্মীকে খুন করেছে বিএনপি।’
নির্বাচন নিয়ে সাংবাদিকের অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সহায়ক সরকার বলতে পৃথিবীতে কিছু নেই। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, সংবিধান অনুসারে।’
তিনি বলেন, ‘নির্বাচনে অংশ নেওয়া খালেদা বা বিএনপির অধিকার। কারও করুণা নয়। তারা নির্বাচনে আসলে হেরে যাবে বলেই নানা ষড়যন্তে লিপ্ত হয়েছে।’
অনুষ্ঠানে মেট্রোরেল প্রকল্পের প্যাকেজ ২, ৩ ও ৪ এর চুক্তি স্বাক্ষর হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।