২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

দেশ সেরা টইটং প্রাথমিক বিদ্যালয়

পেকুয়া উপজেলা আবারো জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফের দেশ সেরা হয়েছে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টইটং সরকারি প্রাথমিক বিদ্যালয়। গতকাল বৃহষ্পতিবার (২মার্চ) টুর্নামেন্টের ফাইনালে পেকুয়া জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিপক্ষ সিলেট বিভাগের কামরাঙ্গিচর জয়ন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে ৬-৫গোলে পরাজিত করে।
রাজধানী ঢাকার বঙ্গবন্ধু জাতীয় ষ্টেডিয়ামে টুর্নামেন্টের সর্বশেষ ফাইনাল ম্যাচ গতকাল দুপুর দেড়টায় অনুষ্টিত হয়। টুর্নামেন্টে প্রাথমিক পর্যায়ের দু’শক্তিশালী দল মোকাবেলা করে। একদিকে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টইটং সরকারি প্রাথমিক বিদ্যালয়। অপরদিকে সিলেটের জয়ন্তপুর কামরাঙ্গিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলার নির্ধারিত সময়ে ১-১গোলে সমতা ছিল। প্রথমার্ধের তিন মিনিটে গোল করে এগিয়ে যায় সুদুর সিলেট বিভাগের কামরাঙ্গিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ক্ষুদে খোলোয়াড়রা প্রাথমিক পর্যায়ের ফাইনাল খেলায় বঙ্গবন্ধু জাতীয় ষ্টেডিয়ামকে সরগরম করে। রেফারির শেষ বাশি বাজার ঠিক তিন মিনিট আগে গোল পরিশোধ করে টইটং সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলা শেষ হওয়ার সমতাসুচক গোল করে খেলায় ফিরে আসে টইটং সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলা গড়ায় ট্রাইবেকারে। অবশেষে ৬-৫গোলে জয় লাভ করে টইটং সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এদিকে খেলা শেষে বিজয়ীদের মাঝে পরুস্কার বিতরণ করেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বিজয়ী কক্সবাজার টৈটং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড় শিক্ষক সহ সংশ্লিষ্ঠ্য সবাইকে অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন সরকারের প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার, কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, পেকুয়া উপজেলা চেয়ারম্যান শেফায়েত আজিজ রাজু সহ সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতায় বাংাদেশ চ্যাম্পিয়ন হওয়া টৈটং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল খেলোয়াড় ও শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ ইলিযাছ, কক্সবাজারের জেলা প্রশাসক মো আলী হোসেন, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনূপ বড়ুয়া অপু।
এদিকে বঙ্গবন্ধু জাতীয় ষ্টেডিয়াম থেকে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে অনুষ্টিত টুর্নামেন্টের ওই ফাইনাল ম্যাচ উপভোগ করতে পেকুয়া হাজার হাজার দর্শক ও অনুরাগিরা টিভি সেটে বসে খেলা প্রত্যক্ষ করেছেন। নিজ উপজেলার ক্ষুদে বীররা ফাইনালে অবতীর্ণ হয়েছে। এ সংবাদ আগে থেকে পেকুয়ায় ছড়িয়ে পড়ে। তাই ফাইনাল ম্যাচটি স্বাগতিক পেকুয়াবাসির জন্য উপভোগ্য হয়ে যায়। খেলা শেষে পেকুয়া উপজেলার টইটং সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয় হলে বাধভাঙ্গা উচ্ছাস দেখা দেয় টইটংসহ পুরো উপজেলা জুড়ে। চ্যাম্পিয়ন হওয়ার খবর ছড়িয়ে পড়লে দুপুরে পেকুয়ার সবর্ত্রে আনন্দ ও উচ্ছাসের বন্যা বয়ে যায়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীসহ হাজার হাজার দর্শক রাস্তায় নেমে আনন্দে মেতে উঠেন। উচ্ছাস ও আনন্দকে অধিক প্রানবন্ত করতে ক্রিড়ামোদি ব্যক্তিরা ঢুকঢুকি, তাবলা বাজনা নিয়ে আনন্দ মিছিলে যোগ দেয়। টইটং ইউনিয়নের হাজার হাজার মানুষ মিছিলে মিলিত হন। টইটং বাজার থেকে এবিসি সড়ক হয়ে এসব ক্রিড়ামোদি দর্শক গাড়ি বহর নিয়ে পেকুয়া উপজেলার প্রানকেন্দ্রে সড়ক প্রদক্ষিন করেন। উপজেলার মগনামা, উজানটিয়া, রাজাখালী, পেকুয়া সদর, বারবাকিয়া ও শিলখালী ইউনিয়নের বিভিন্ন অলিগলিতে আনন্দ মিছিল হয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার ফের গৌরব অর্জন করায় পেকুয়ায় ক্রিড়ামোদি দর্শক ও ভক্তরা মিষ্টি মুখ করান। পেকুয়ায় গতকাল বিকেল থেকে আনন্দের বন্যা ছড়িয়ে পড়ে সর্বত্রে। একই টুর্নামেন্টে গত ২০১৫ সালে পেকুয়া উপজেলা জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে। এর আগে ২০১৪সালে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল প্রাথমিক পর্যায়ের এ টুর্নামেন্টে রার্নাস আপ হয়েছে।
গত বছর চ্যাম্পিয়ন হয়েছিল রাজাখালী ইউনিয়নের এয়ার আলী খান সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২০১৪ সালে রার্নাস আপ হয়েছিল একই ইউনিয়নের ফৈজুন্নেচ্ছা সরকারি প্রাথমিক বিদ্যালয়। গতকাল টুর্নামেন্টের সর্বশেষ ফাইনাল ম্যাচ প্রত্যক্ষ করতে প্রধান মন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু জাতীয় ষ্টেডিয়ামে যান। বিজয়ী ও রার্নাস আপ দলকে ট্রফি ও সম্মনানা তুলে দেন প্রধান মন্ত্রী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।