৪ এপ্রিল, ২০২৫ | ২১ চৈত্র, ১৪৩১ | ৫ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!

দোকান ও অফিস ভাংচুরের প্রতিবাদে ব্যবসায়ী মাসুদের সাংবাদিক সম্মলেন

বার্তাপরিবেশক:: তালা ভেঙ্গে দোকান ও অফিসে হামলার প্রতিবাদে এক ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর সাংবাদিক সম্মলেন করেছে। গতকাল (২৬জানুয়ারী) বিকালে কক্সবাজার প্রেসক্লাবে, এমন ন্যাক্কারজন ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি সাহয়তা চেয়ে এই সাংবাদিক সম্মলেন করেন তিনি।
কক্সবাজার চেম্বার অব কর্মাসের সদস্য, ঠিকাদার, মহেশখালী উপজেলা ছাত্রলীগ নেতা নুরু দ্দিন মাসুদ লিখিত বক্তব্যে দাবী করেন, ব্যবসায়ী মাসুদ ৩ বছরের জন্য মহেশখালী উপজেলার বড় মহেশখালী এলাকার বাসিন্দা প্রবাসী সাইফুল ইসলামের কাছ থেকে গত ১৭ সালের ১ ডিসেম্বর লিখিত স্টাম্পে চুক্তিভিত্তিক অফিস ও দোকান ঘর বদ্ধক নেন। হামলাকারীদের একান্ত পারিবারিক কন্দোল কে কেন্দ্র করে সাইফুল বিদেশে চলে যাওয়ার কিছু দিন যেতে না যেতে সাইফুলের ভাইরা মাসুদের দোকানটি জবর দখলে নিতে মরিয়া হয়ে ওঠে। এতে তারা মাসুদের বিরুদ্ধে একরে পর এক ষড়যন্ত্র শুরু করে এবং একাধিকবার অপ্রীতিকর ঘটনাও ঘটিয়েছে। এই ধারাবাহিকতায় গত ২৩ জানুয়ারী সাইফুলের ভাইরা একদল লোক নিয়ে তালা ভাংতে আসলেও মাসুদ থানা পুলিশের সহযোগিতায় তার অফিস ও দোকান রক্ষা পায়। পরে পুলিশ তাদের কোন কাগজ পত্র থাকলে থানায় আসার নির্দেশ দেন। তারা পুলিশের কথা তোয়াক্কা না করে ফের ২৫ জানুয়ারী সকাল সাড়ে ১০টার দিকে অস্ত্রশস্ত্রসহ লোকজন নিয়ে সাইফুলের ভাই মাহবুব রোকন, রেজাউল করিম,সাইদুল করিম, ও খালেদ মাহমুদ মোশারফের নেতৃত্বে মাসুদের দোকানে প্রকাশ্যে তালা ভেঙ্গে দোকানে হামলা চালিয়ে মালামাল ও অফিসের ক্যাশে থাকা ৩ লক্ষ টাকা লুট করে নিয়ে যায় বলে এমন দাবী তার। তারা এতে ক্ষান্ত না হয়ে ব্যবসায়ী মাসুদের নামে বিভিন্ন পত্রিকা ও সোস্যাল মিডিয়ায় অপ-প্রচার চালিয়ে যাচ্ছে। মাসুদ মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তান। এলাকায় তার সুনাম ক্ষুন্ন করতে এমন ন্যাক্কারজন ঘটনা ঘটিয়ে চলছে হামলাকারীরা। পরে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ছাত্রলীগ নেতা নুরু দ্দিন মাসুদ বাদী হয়ে মহেশখালী থানায় জড়িত বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন। অপর দিকে দোকানের প্রকৃত মালিক সাইফুল ইসলাম তার নিজের ফেইসবুকে স্ট্যোটাস লিখেন, তার ভাইরা এই দোকানের কোন ধরণের মালিক নয়। মাসুদকে বন্ধক দেওয়া রেজিঃ মুলে খরিদা সুত্রে সাইফুলই মালিক। এর পরেও মাসুদের দোকানের হামলায় ঘটনায় তিনি দূঃখ প্রকাশ করেন এবং মাসুদের বিরুদ্ধে তার ভাই মাহবুব রোকন যে অপ-প্রচার চালাচ্ছে সেটি খুবই অন্যায়, যাহা একটি খরিদা সস্পত্তির উপর নগ্ন হস্তক্ষেপ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।