২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

ধর্ষক পিতা আবদুল মাবুধ ডবল মুরিং থানায় গ্রেফতার

রায়হান সিকদার,(লোহাগাড়া): চট্টগ্রাম নগরীর ডবল মুরিং থানার ওসির আন্তরিক সহযোগিতায় ৭অক্টোবর দুপুর ১টায় লোহাগাড়া থানার সুযোগ্য ওসি মোহাম্মদ শাহজাহান পিপিএম(বার) এর দক্ষ নেতৃত্বে থানা পুলিশের একটি টীম ধর্ষক পিতা আবদুল মাবুধ(৩০) কে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।গ্রেফতার হওয়ার বিষয়টি ওসি মোহাম্মদ শাহজাহান পিপিএম(বার) উক্ত প্রতিবেদককে নিশ্চিত করেছেন।সে সদর ইউনিয়নের দরবেশহাট শাহপীর পাড়া এলাকার ওসমান গণির পুত্র। সুত্রে জানা গেছে,সম্প্রতি পিতা কর্তৃক কন্যা ধর্ষণের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।পরবর্তীতে সাতকানিয়া-লোহাগাড়ার মাননীয় সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ধর্ষক আবদুল মাবুধকে গ্রেফতার করার জন্য লোহাগাড়া থানার ওসিকে কঠোরভাবে নির্দেশ দেন।ধর্ষক পিতাকে গ্রেফতারের দাবীতে লোহাগাড়ার সর্বস্হরের জনসাধারণের পক্ষ থেকে এক বিশাল মানববন্ধনও করা হয়।উল্লেখিত সময়ে চট্টগ্রাম ডবল মুরিং থানার ওসির সহযোগিতায় লোহাগাড়া থানা পুলিশের একটি টীম ধর্ষক মাবুধকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।লোহাগাড়া থানার সুযোগ্য ওসি মোহাম্মদ শাহজাহান পিপিএম(বার) মুঠোফোনে উক্ত প্রতিবেদককে বলেন,ধর্ষক পিতা আবদুল মাবুধকে চট্টগ্রামের ডবল মুরিং থানায় গ্রেফতার করেছে।সেখানে আমাদের লোহাগাড়া থানা পুলিশের একটি টীম রয়েছে।আটক মাবুধকে ডবল মুরিং থানা থেকে লোহাগাড়া থানায় শীঘ্রই নিয়ে আসা হচ্ছে বলেও তিনি জানান।
তার বিরুদ্ধ নারী ও শিশু নির্যাতন আইন,তথ্য প্রযুক্তি আইন ও শিশু ধর্ষণ আইনে মামলাসহ আরো কয়েকটি মামলার প্রস্তুতি চলছে বলে থানা সুত্রে জানা গেছে।
ধর্ষক পিতা আবদুল মাবুধকে গ্রেফতার করায় সাতকানিয়া-লোহাগাড়ার মাননীয় সাংসদ প্রফেসর ড.নদভী এমপি,সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা ও লোহাগাড়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার) কে লোহাগাড়াবাসী অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।