২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

ধলঘাটায় নারীকে শ্লীলতাহানির চেষ্টাকালে বাঁধা দেয়ায় লবণ ব্যবসায়ীকে বন্দুকের আঘাতে জখম


মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নে যুবতী নারীদেরকে গতিরোধ করে শ্লীলতাহানির চেষ্টাকালে বাঁধা দেয়ায় নুরুল কাদের (৩২) নামের এক লবণ ব্যবসায়ীকে বন্দুকের বাটের আঘাতে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর একটার দিকে ইউনিয়নের সাপমাররডেইল এলাকায় ঘটেছে এ হামলার ঘটনা। আহত লবন ব্যবসায়ীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিসক। নুরুল কাদের ইউনিয়নের সাপমাররডেইল গ্রামের নুরুল হকের ছেলে।
অভিযোগে আক্রান্ত পরিবার সদস্যরা জানান, শুক্রবার দুপুর লবণ ব্যবসায়ী নুরুল কাদের জুমার নামাজ পড়তে বাড়ি থেকে স্থানীয় গাউছিয়া মসজিদে যাচ্ছিলেন। এ সময় পথে দেখেন একই গ্রামের নুরুল ইসলাম প্রকাশ বদর ছেলে উঠতি বয়সের বখাটে আব্দুর রহিম গ্রামের কয়েকজন যুবতী নারীর সাথে তাচ্ছিল্য করছিল। এক পর্যায়ে একজন নারীকে শ্লীলতাহানীর চেষ্টা করে। এসময় উপস্থিত নারীদের সাথে আব্দুর রহিমের বাকবিতন্ডতা ঘটে।
আহত নুরুল কাদের জানান, ঘটনার এক পর্যায়ে আব্দুর রহিম এক নারীকে টানা হেচড়া করে নিয়ে যেতে চেষ্টা করে। এ সময় তিনি এগিয়ে গিয়ে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুর রহিম তার সহযোগিরা প্রকাশ্যে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এ অবস্থা দেখে পালাতে চেষ্টা করলে পেছন থেকে এসে অভিযুক্তরা তাকে (নুরুল কাদের) বন্দুকের বাটের আঘাতে মাথা পেটে দেয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।