২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

নতুন ইসির শপথ ১৫ ফেব্রুয়ারি

আগামী ১৫ ফেব্রুয়ারি শপথ নিচ্ছে নতুন নির্বাচন কমিশন। ওই দিন হাইকোর্টের জাজেস লাউঞ্জে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ অপর চার কমিশনারকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনারসহ অপর চার কমিশনারের শপথ অনুষ্ঠানের জন্য আমরা নির্বাচন কমিশন থেকে চিঠি পেয়েছি। সে অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি তাদের শপথ নেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে।
এ ব্যাপারে নির্বাচন কমিশনে যোগাযোগ করা হলে কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বাংলা ট্রিবিউনকে জানান, ‘ইসি (নির্বাচন কমিশনার) নিয়োগের বিষয়টি জানিয়ে আমরা ৯ তারিখের পর যে কোনোদিন তাদের শপথ অনুষ্ঠানের জন্য হাইকোর্টের রেজিস্ট্রারকে চিঠি দিয়েছি। এ ব্যাপারে তারাই সব ব্যবস্থা নেবেন। তবে কবে শপথ হবে এই বিষয়টি আমাদের এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।’
শপথ নিতে যাওয়া অপর চার নির্বাচন কমিশনার হচ্ছেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবিতা খানম এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী।
প্রসঙ্গত: বর্তমান নির্বাচন কমিশনারদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এ পদে অধিক গ্রহণযোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের খুঁজে বের করার জন্য দেশের ছোট-বড় সব রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এক মাসেরও বেশি সময় ধরে এ প্রক্রিয়া শেষে দলগুলোর পরামর্শের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন করে দেন রাষ্ট্রপতি। ৬ সদস্যের ওই সার্চ কমিটি দেশের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে পরামর্শের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এ পদে নাম আহ্বান করে। দলগুলোর দেওয়া নাম থেকে চূড়ান্তভাবে ১০ জনকে বাছাই করে সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতির হাতে তালিকা তুলে দেয় সার্চ কমিটি। ওই রাতেই সেই তালিকা থেকে একজনকে প্রধান নির্বাচন কমিশনার ও অপর চারজনকে কমিশনার পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি। সোমবার রাত সাড়ে নয়টায় মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে সংবাদ সম্মেলন করে সিইসি ও চার কমিশনারকে নিয়োগের কথা জানান। পরে রাতেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।