হ্নীলা আন্ত:উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের সেমিফাইনালের প্রথম খেলায় চৌধুরী পাড়া রাখাইন ফুটবল একাদশ ট্রাইবেকারে টেকনাফ নতুন পল্লানপাড়া ফুটবল একাদশকে হারিয়ে ফাইনাল খেলা নিশ্চিত করেছে।
৩এপ্রিল বিকাল সাড়ে ৪টায় উপজেলা ক্রীড়া সংস্থা ও খেলোয়াড় সমিতির যৌথ সহায়তায় এবং হ্নীলা ইউনিয়ন ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উক্ত টূর্ণামেন্টের ৩য় আসরের সেমিফাইনালের ১ম খেলা হ্নীলা হাইস্কুল মাঠে টেকনাফ নতুন পল্লানপাড়া ফুটবল একাদশ ও হ্নীলা চৌধুরীপাড়া রাখাইন ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। উত্তেজনাপূর্ণ খেলায় আক্রমণ ও পাল্টা আক্রমন অব্যাহত থাকলেও খেলার প্রথমার্ধ্বে কোন দলই গোলের দেখা পায়নি। এভাবে চলতে চলতে খেলায় রেফারী লম্বা বাঁশি বাজিয়ে মধ্যবিরতি ঘোষণা করেন। মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হয়। উভয় দলের খেলোয়াড়েরা আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে পুরো মাঠ সরব করে তুললেও গোলের দেখা না পাওয়ায় খেলা ট্রাইবেকারে গড়ায়। এতে হ্নীলা চৌধুরীপাড়া রাখাইন ফুটবল একাদশ ৪-৩ গোলে জয়ী হয়ে টূর্ণামেন্টের ফাইনাল খেলা নিশ্চিত করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোলরক্ষক মংন্যু চেন। তাকে পুরস্কার তুলে দেন টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক আব্দুল মতিন ডালিম,উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোঃ আব্দুল ফারুক, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি আলী আকবর,টূর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক কায়সার উদ্দিন আহমদ,যুগ্নআহবায়ক মাহবুব মোরশেদ,শামসুল আলম বাবুল মেম্বার,সদস্য সচিব মোস্তাক আহমদ সাকি,হ্নীলা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোফাজ্জল হক। এসময় উপস্থিত ছিলেন ক্রীড়ামোদী প্রবীণ মুরুব্বী রহমত আলী,আব্দুস সালাম,আব্দু শুক্কুর মেম্বার,গুরা মিয়া,আবুল শামা, বনি আমিন,উপজেলা যুবলীগ নেতা আবুল কালাম আলম প্রমুখ। খেলায় প্রধান রেফারী ছিলেন জেলা রেফারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কাশেম,সহকারী রেফারী ছিলেন মোঃ আলী হোসাইন,জয়নাল আবেদীন ও ৪র্থ রেফারী ছিলেন জেলা রেফারী এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ফরহাদুজ্জামান। ধারা ভাষ্যকার ছিলেন নাছির উদ্দিন ও কামরুল ইসলাম রাজু। আগামী ৪এপ্রিল বিকাল সাড়ে ৪টায় হ্নীলা লেদা স্পোটিং ক্লাব ফুটবল একাদশ বনাম রংগে ইলাহী জামাল মেম্বার ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।