২৭ নভেম্বর, ২০২৪ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

নব নির্বাচিত মেম্বার গিয়াস উদ্দীন এর মান ক্ষুন্ন করার অভিযোগ

রামু উপজেলা খুনিয়া পালং ইউনিয়নের
৪নাং ওয়ার্ডে বিপুল ভোটের ব্যবধানে মেম্বার নির্বাচিত হন মোঃ গিয়াস উদ্দীন।

তার এই জয়ের পর এলকার শান্তিপূর্ণ পরিবেশ কে নষ্ট করার জন্য তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও কিছু সমথর্ক এলাকায় সহিংসতা সৃষ্টি করতে মরিয়া হয়ে পড়ে।
নির্বাচিত গিয়াস উদ্দীন সহ তার কর্মি সমর্থকদের হুমকি দিচ্ছে। সেই সাথে Cox’sbazarjournal.com অনলাইন পত্রিকায় প্রকাশিত কক্সবাজার ঝিলংজায় কেন্দ্রে পাওয়া যাওয়া সীল মারা ব্যালেট পেপারের ছবি পোস্ট করে গিয়াস উদ্দীনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে সম্মান ক্ষুন্ন করার অভিযোগ করেন
নব নির্বাচিত মেম্বার মোঃ গিয়াস উদ্দীন।

গিয়াস উদ্দীন মেম্বার বলেন, আমার এই জয় ০৪ নাম্বার ওয়ার্ডের গরিব মেহনতী মানুষ ও সাধারন জনগনের। যারা ভোট চুরি মিথ্যা অপপ্রচার সহ বিভিন্ন হুমকি দিচ্ছেন।তাদের কে এলাকায় সহিংসতা সৃষ্টি না করতে অনুরোধ করেন।

সেই সাথে তিনি এলকার সাধারণ মানুষের নিরাপত্তার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
তিনি আরো বলেন যারা সোশ্যাল মিডিয়ায় মিথ্যা, ভিত্তিহীন উস্কানিমূলক তথ্য প্রচার করে সমাজের শৃঙ্খলা বিনষ্ট করছে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে।

প্রসঙ্গতঃ বৃহস্পতিবার দ্বিতীয়ধাপা নির্বাচনে মোরগ প্রতিক নিয়ে ৮৪২ ভোট পেয়ে মোঃ গিয়াসউদ্দীন বেসরকারি ভাবে মেম্বার নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পার্থী আবু তাহের পেয়েছেন ৪৭২ ভোট।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।