হাফিজুল ইসলাম চৌধুরীঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের উত্তর বিছামারা গ্রামে পুকুরে ডুবে দুই বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম ওমর ফারুখ। আর তার বাবা হলেন নূর মোস্তফা লালু।
স্থানীয় তাংরা বিছামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাইফুল ইসলাম বলেন, শিশুটি সকলের অগোচরে ঘরের পাশের পুকুরে পড়ে যায়। খোঁজাখোজির এক পর্যায়ে তাকে পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে নিথর দেহ উদ্ধার করা হয়। নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।