বান্দরবানের নাইক্ষ্যছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক ভোরের কাগজের রজত জয়ন্তী (২৫বছর পুর্তি) উদযাপন করা হয়েছে। ‘মুক্তিযুদ্ধের চেতনায় তারুণ্যের জয়গান’ স্লোগানে বুধবার ১৫ফেব্রুয়ারি সকাল ১১টায় উপজেলার প্রধান সড়কে শোভাযাত্রা বের করা হয়। এর পর প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার পর্ব চলে। দৈনিক ভোরের কাগজের নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি ও প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.কামাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক তসলিম ইকবাল চৌধুরী, সদস্য সচিব মোহাম্মদ ইমরান, সদর ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, নারীনেত্রী ওজিফা খাতুন রুবি। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্ঠা মাইনুদ্দিন খালেদ।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল বশর নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল কাশেম, ছাত্রলীগ সভাপতি বদুর উল্লাহ, সাধারণ সম্পাদক উবাচিং মার্মা, সদর যুবলীগ নেতা আনসার উল্লাহ প্রমুখ। এছাড়াও র্যালীতে অংশ নেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহমদ, উপপরিদর্শক মনির হোসেন, সাংবাদিক আবদুল হামিদ, জাহাঙ্গীর আলম কাজল, আমিনুল ইসলাম, জয়নাল আবেদীন টুক্কু, আবদুর রশিদ, মুফিজুর রহমান, মো: শাহিন, সানজিদা আক্তার রুনা, মাহমুদুল হক বাহাদুর, তৈয়ব উল্লাহ, এম আবু শাহমা, প্রধান শিক্ষক নুরুল বাশার, এএসএম আলমগীর, মহিলা ইউপি সদস্য জুহুরা বেগম, যুবলীগ নেতা নাজমুল হাসান, আবদুর রহমান বাপ্পিসহ দৈনিক ভোরের কাগজের শুভানুধ্যায়ীররা।
অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, দৈনিক ভোরের কাগজ একটি অন্যতম ও স্বাধীনতার মুক্তিযুদ্ধের স্বপক্ষের পত্রিকা। দেশের ক্রান্তিলগ্নে এ পত্রিকা স্বাধীনতার হাল ছাড়েনি। তাই বর্তমান সরকারের সাফল্য উন্নয়নে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে পাঠকের হৃদয় জুড়ে থাকতে হবে। অতিথিবৃন্দ পত্রিকার সাথে জড়িত সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
এদিকে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এসময় তারা আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সহধর্মীনি মেহ্লা প্রু মার্মা কর্তৃক চাকঢালা ও সোনাইছড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করার কথা সাংবাদিকদের জানান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।