২৮ জানুয়ারি, ২০২৫ | ১৪ মাঘ, ১৪৩১ | ২৭ রজব, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!   ●  কক্সবাজার জেলা প্রশাসনে ‘হাসিনার ভূত’ .নৈশভোটের মাস্টারমাইন্ড ইয়ামিন বহাল তবিয়তে   ●  কক্সবাজার সদর হাসপাতালে যোগদান করলেন ডা. আরিফা মেহের রুমী   ●     ●  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত হোমিওপ্যাথিক চিকিৎসক দল   ●  চকরিয়ায় দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে আটক   ●  অনুপ্রবেশকালে বিজিবি হেফাজতে ৩৬ মিয়ানমার   ●  হলদিয়া বিএনপি উত্তর শাখার সাংগঠনিক পদে প্রার্থীতা করবেন মোহাম্মদ হেলাল 

নাইক্ষ্যংছড়িতে মাওলানা আবদুল কুদ্দুসের নামাজে জানাজায় শোকার্ত মানুষের ঢল

FATHER2
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মরহুম ছালেহ আহাম্মদের শাশুড় ও বিজিবি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল বাশারের পিতা উপজেলার প্রবীন আলেম ও বিশিষ্ট সমাজসেবী হযরত মাওলানা আবদুল কুদ্দুসের নামাজে জানাজায় শোকার্ত মানুষের ঢল নেমেছিল। শুক্রবার দুপুর ২টায় নাইক্ষ্যংছড়ি ঈদগাও ময়দানে তাঁর নামাজে জানাজা সম্পন্ন হয়। নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
বিভিন্ন এলাকার সরকারী চাকুরীজীবি, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিকসহ নানা শ্রেণী-পেশার মানুষ নামাজে জানাজায় শরিক হন। নামাজে জানাজায় ইমামতি করেন মরহুমের বড় ছেলে বিশিষ্ট মাওলানা খায়রুল বাশার।
জানাজা নামাজের পূর্বে মরহুমের স্মৃতিচারণ করতে গিয়ে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন- চট্টগ্রাম মহানগরী জামায়াত ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী রুহুল আমিন, বান্দরবান জেলা জামায়াত আমীর এএসএম আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মো: ইকবাল, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তসলিম ইকবাল চৌধুরী, আল মারকাজুল ইসলামী দারুচ্ছুন্না মাদরাসা ও এতিমখানার পরিচালক মাওলানা কলিম উল্লাহ, গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল মাদরাসা সুপার মাওলানা মো: আইয়ুব, মরহুমের বড় ছেলে বিশিষ্ট রাজনীতিবিধ খায়রুল বাশার প্রমুখ।
উল্লেখ্য, মাওলানা আবদুল কুদ্দুস দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। বৃহস্পতিবার ১১.৩০ টায় কক্সবাজারের একটি বেসরকারী ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১১৩ বৎসর। তিনি ৬ছেলে ও ১২ কন্যাসহ অসংখ্য নাতী-নাতনী ও শুভানুধ্যয়ী রেখে গেছেন।
মরহুমের ইন্তেকালে বিভিন্ন মহল থেকে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতারা জানিয়েছেন, মরহুমের ইন্তেকালে উপজেলাবাসী একজন শান্তিপ্রিয় আলেমে ও আল্লাহওয়ালাকে হারালো। তার শূণ্যতা অপুরণীয়। বিবৃতি দাতারা তাঁর রূহের মাগফিরাত কামনাসহ, তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।