নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: কামাল উদ্দিন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ক্যাউচিং চাক, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু আহমেদ, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ সাইফুলাম ইসলাম, কৃষি কর্মকর্তা শেখ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সদস্য সচিব মো: ইমরান, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, বাইশারী ইউপি চেয়ারম্যান মো: আলম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে শহীদদের স্মরণে স্মৃতিচারন মূলক অলোচনা হয়। সভায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের সর্বস্থরের মানুষ উপস্থিত ছিলেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।