নাইক্ষ্যংছড়িতে সড়ক দূর্ঘটনায় ছয় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৩ টায় দিকে উপজেলা সদরের ছালামীপাড়া মধ্যমচাকপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকাল ৩টার দিকে স্থানীয় মংবা থোয়াই চাকের মেয়ে চোচু মিউ চাক (৬) খেলারছলে রাস্তায় উঠে আসলে চাকঢালা দক্ষিণ দিকে থেকে জ্বালানী কাঠ বোঝাই ট্রাক (নং-১৪১১) নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যায়। খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মো: আবুল খাইর এর নেতৃত্বে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মো: আবুল খাইর জানিয়েছেন, ঘটনার পর পরই চালক পালিয়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার আইনের আশ্রয় চাইলে সার্বিক সহযোগিতার করার কথা জানান তিনি।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।