হাফিজুল ইসলাম চৌধুরীঃ একাত্তরের ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেই ভাষণ ‘বিশ^ প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে ইউনেস্কোর ‘মেমোরি অফ দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ যুক্ত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি উদযাপনে গতকাল শনিবার সকালে সারাদেশের মতো বান্দরবানের নাইক্ষ্যংছড়িতেও আনন্দ শোভাযাত্রা হয়েছে। তবে ভিন্ন বিষয় হলো দিনব্যাপী নানা আয়োজনে এ উপজেলায় সর্বস্থরের মানুষ অংশ নিয়ে স্বীকৃতি অনুষ্ঠান উদযাপন করেছে। দোছড়ি ইউনিয়নের দুর্গম লোকজন তাঁদের ঐতিহ্যবাহি বাঁশি বাজিয়ে শোভাযাত্রায় যোগ দেন।
শোভাযাত্রায় অংশ নেওয়া নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো.কামাল উদ্দিন বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ জাতীর শ্রেষ্ঠ অর্জন। এ বিষয়ে দলীয় মনোভাব আনা মোটেও সমুচিত নয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্থরের মানুষ অংশ নেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বড় পর্দায় ৭ মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ওরা ১১জন প্রদর্শন করা হয়। সবশেষে বঙ্গবন্ধুর জীবনি নিয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম সরওয়ার কামাল। এসময় পার্বত্য বান্দরবান জেলা পরিষদের সদস্য ক্যউচিং চাক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আলমগীর, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, দোছড়ি ইউপি চেয়ারম্যান মো.হাবিবুল্লাহ, আওয়ামী লীগ নেতা খাইরুল বাশার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহম্মেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার রাজা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্যসচিব মোহাম্মদ ইমরান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারেক রহমান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মামুন শিমুল প্রমূখ উপস্থিত ছিলেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।