নাইক্ষ্যংছড়ি থানার সীমানা এলাকার ২০ গজের মধ্যে কম্পিউটার ও স্টেশনারী সামগ্রী ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধষ চুরি সংঘটিত হয়েছে। শনিবার রাতের কোন এক সময়ে নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন পরিষদ মার্কেটেস্থ আজাদ ব্রার্দাস নামক দোকানের পশ্চিম পাশ্বের কর্ণারের টিনের ছাউনী কেটে দোকানে বিভিন্ন অংশ তল্লাসী করে একটি ক্যামরা, মডেম, ওয়েব ক্যাম্প, পেনড্রাইভ, ক্যাবলসহ অন্তত ৭০ হাজার টাকার মূল্যবান মালামাল নিয়ে যায়। তবে বেরসিক চোর দোকানে রক্ষিত কয়েকটি মূল্যবান ল্যাপটপ কিংবা অন্যান্য মালামাল নিয়ে যায়নি।
এ ঘটনায় রবিবার দোকান মালিক ফখরুল আজাদ মুর্শেদ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের নামে নাইক্ষ্যংছড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর নাইক্ষ্যংছড়ি থানার এএসআই উগ্যজাই মার্মা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানা পুলিশের নিকটে অর্তকিত অবস্থায় এ ধরনের চুরির ঘটনায় স্থানীয়দের ভাবিয়ে তোলেছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।