২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের কার্যকরী পরিষদ গঠন

picsart_1481288178692
আগামী দুই বছর (২০১৬-১৭ বর্ষ) জন্য নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। ইতিপূর্বে সভাপতি ও সাধারণ সম্পাদকের দুটি পদ ঘোষিত হলেও শুক্রবার ৯ডিসেম্বর প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্টিত মাসিক সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নয়টি পদ ঘোষনা করা হয়।
এতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন যায়যায়দিন প্রতিনিধি আবদুল হামিদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক বাকঁখালী প্রতিনিধি জাহাঙ্গীর আলম কাজল, কোষাধ্যক্ষ পদে দৈনিক সকালের কক্সবাজার প্রতিনিধি আমিনুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক পদে দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি জয়নাল আবেদীন টুক্কু, ক্রিড়া ও পাঠাগার সম্পাদক পদে দৈনিক বাকঁখালীর বাইশারী প্রতিনিধি আবদুর রশিদ, সহ-ক্রিড়া সম্পাদক পদে দৈনিক ইনানী প্রতিনিধি মোহাম্মদ শাহিন, প্রকাশনা ও তথ্য গবেষনা বিষয়ক সম্পাদক পদে দৈনিক আজকের কক্সবাজারের স্টাফ রির্পোটার হাফিজুল ইসলাম চৌধুরী, কার্যকরী সদস্য পদে দৈনিক প্রিয় চট্টগ্রাম বাইশারী প্রতিনিধি মুফিজুর রহমান ও সানজিদা আক্তার রুনা নির্বাচিত হয়েছেন।
সকালে প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরীর সভাপতিত্বে প্রথম অধিবেশন অনুষ্টিত হয়। প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবুল বশর নয়নের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- শামীম ইকবাল চৌধুরী, আবদুল হামিদ, আবুল বশর নয়ন, জাহাঙ্গীর আলম কাজল, আমিনুল ইসলাম, জয়নাল আবেদীন টুক্কু, হাফিজুল ইসলাম চৌধুরী, আবদুর রশিদ, মুফিজুর রহমান, মাহামুদুল হক বাহাদুর, মোহাম্মদ তৈয়ব উল্লাহ, এম আবু শাহমা, মোহাম্মদ ইউনুছ। সভায় সম্প্রতি প্রেসক্লাব সদস্য মুফিজুর রহমানের বিরুদ্ধে এক ভাসমান ব্যাক্তির দায়ের করা মিথ্যা মামলার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব এনে সংশ্লিষ্ট প্রশাসনকে মিথ্যা মামলা দায়েরকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। এছাড়া ঐক্যবদ্ধ প্রেসক্লাবের বিরুদ্ধে যেকোন ষড়যন্ত্র মোকাবেলা করতে সকল সদস্যদের সক্রিয় ভূমিকা রাখার জন্য সভাপতি সকলের প্রতি অনুরোধ জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।