বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির দোছড়ি সীমান্তে যৌথ সীমান্ত পিলার জরিপ কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ সার্ভে টিমের প্রধান বিগ্রেডিয়ার জেনারেল আবুল খাইর ও মিয়ানমার সার্ভে প্রধান (ডিজি) মেজর ইউ থান লেইন। গতকাল শুক্রবার সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি সীমান্তের দোছড়ি ইউনিয়নের ৪৯-৫০ নং পিলার এলাকায় সরেজমিনে এ সার্ভে টিমটি পরিদর্শন করেন।
এসময় নাইক্ষ্যংছড়ি ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে:কর্ণেল মো: হাসান মোরশেদ পিএসসি জি প্লাসসহ মিয়ানমারের সার্ভে টিমের পরিচালক ইউ টেড উ, ইউ অং মো, সার্ভে কর্মকর্তা ইউ সেইন মিন, ইউ অং অং মাইও থিং, মাইউ উইং, ইউ হেইন লিংজার, ইউ নাউন, ক্যাপ্টেন পাই পাইউ খাইউ, সু ওয়ালিংথু এবং ইউ কেউ কেউ অং উপস্থিত ছিলেন। বিকাল ৩টায় সার্ভে টিম কক্সবাজারের উদ্দেশ্যে নাইক্ষ্যংছড়ি ত্যাগ করেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।