২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

নাইক্ষ্যংছড়ি সড়কে যান চলাচল শুরু

Naikhon

অনিদিষ্টকালের পরিবহণ ধর্মঘট ডাক দেওয়ার পর রবিবার বিকালে সমঝোতা বৈঠকের মাধ্যমে পূনরায় যান চলাচল শুরু হয়েছে নাইক্ষ্যংছড়ি সড়কে। গতকাল (০৩ মে) বিকালে রামু ও নাইক্ষ্যংছড়ি থানা প্রশাসনের মধ্যকার বৈঠকে জনদূর্ভোগের কারনে এ সিদ্ধান্ত গৃহীত হয়। তবে দুই শ্রমিক সংগঠনের উপদেষ্টা ও সিনিয়র সদস্যদের মধ্যে দ্বিতীয় দফা বৈঠকের পর বিরাজমান সমস্যার স্থায়ী সমাধান করা হবে বলে জানিয়েছেন বৈঠকে অংশ নেওয়া নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগ সভাপতি চোচু মং মারমা।
তিনি জানান, নাইক্ষ্যংছড়ি ও রামু উপজেলার দুটি শ্রমিক ইউনিয়নের মধ্যকার বিরাজমান পরিস্থিতির কারনে নাইক্ষ্যংছড়ির সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ে। যার কারনে প্রশাসনিক বৈঠকে পরিবহণ শ্রমিকদের সাথে সমঝোতার এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মাহাবুবুল করিম, নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মো: আবুল খায়ের, রামু থানা অফিসার ইনচার্জ সাইকুল আহমদ ভূইয়া, নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগ সভাপতি চোচু মং মারমা।
উল্লেখ্য, রামু শ্রমিক ইউনিয়ন (রেজি: নং- ১৪৯১) নাইক্ষ্যংছড়ি সড়কে তাদের অধীনে পরিবহন চলাচল করে আসছিল দীর্ঘকাল ধরে। সম্প্রতি নাইক্ষ্যংছড়ির মালিক শ্রমিক ঐক্য পরিষদ (রেজি: নং- বি-২০৪৪) নামে শ্রমিক ইউনিয়ন রেজি: লাভ করে। ০১ মে থেকে আনুষ্ঠানিক ভাবে নাইক্ষ্যংছড়ি সদরের বাস স্টেশনের কর্তৃত্ব নেয়। এর পর থেকে শুরু হয় পার্শ্ববর্তী দুই উপজেলার দুটি শ্রমিক ইউনিয়নের মধ্যে উত্তেজনা।
যার কারনে শনিবার রামু পরিবহণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমানা এলাকায় কোন প্রকার যানবাহন প্রবেশ করেনি এবং নাইক্ষ্যংছড়ির কোন পরিবহণও রামু উপজেলা সীমানা এলাকায় যায়নি। এরপর গতকাল রবিবার রামু পরিবহণ শ্রমিক ইউনিয়ন নাইক্ষ্যংছড়ি সড়কে অনিদিষ্ট কালের পরিবহণ ধর্মঘটের ডাক দেয়। ফলে নাইক্ষ্যছড়ি-রামু সড়কে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।
জনদূর্ভোগের এ ঘটনায় তাৎক্ষনি দুই থানা প্রশাসনের মধ্যস্থতায় সমঝোতা বৈঠকের পর রামু পরিবহণ শ্রমিক ইউনিয়ন ধর্মঘট প্রত্যাহার করলে রবিবার সন্ধ্যা থেকে নাইক্ষ্যংছড়ি সড়কে পুনরায় যানচলাচল শুরু হয়েছে।
তবে বাস স্টেশনের কর্তৃত্ব নেওয়ার বিষয়টি নিয়ে দুই পরিবহণ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের মাঝে স্থায়ী সমাধান প্রয়োজন বলে মনে করছেন সাধারণ জনগণ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।