৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনস্থ লেদা বিওপিতে কর্মরত জেসিও-৬৮৯৮ নায়েব সুবেদার মোঃ আতাউর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৪ মে ২০১৫ তারিখ সময় আনুমানিক ০০২০ ঘটিকায় জাদিমোড়া বরাবর নাফ নদীর কিনারায় অভিযান চালিয়ে ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ) টাকা মূল্যমানের ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। টহল দলের উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা নৌকাটি নদীর কিনারায় রেখে কেওড়া বাগানের ভিতরে প্রবেশ করে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল নৌকাটি তল্লাশী করে নৌকা হতে ০১টি ইয়াবার পোটলা উদ্ধার করে। পোটলাটি খুলে গণনা করে ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ) টাকা মূল্যমানের ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। জব্দকৃত নৌকাটি টেকনাফ শুল্ক গুদামে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন এবং উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।