বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারের টেকনাফের নাফ নদীর শাহপরীর দ্বীপ চ্যানেলে নৌকাডুবির ঘটনায় ১০ শিশুসহ ১২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ-বিজিবি ও কোস্টগার্ড। রোববার রাত থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত মরদেহগুলো উদ্ধার করা হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার রাত ১০টার দিকে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার সময় রোহিঙ্গা বোঝাই নৌকাটি ডুবে যায়।
পরে রাত ১টার দিকে দুইজনের মরদেহ ও ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়।
জীবিত উদ্ধার হওয়া এক রোহিঙ্গা বলেন, মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে তারা ২৮ জন একটি নৌকায় করে বাংলাদেশে পালিয়ে আসছিলেন। নাফ নদীর ঘোটার চলে তাদের নৌকাটি হঠাৎ ডুবে যায়। তাদের চিৎকারে বিজিবির টহল দল বিষয়টি জানতে পেরে উদ্ধার অভিযান শুরু করে। সারারাত শাহপরীরদীপ ও সাবরাং এলাকায় স্থানীয় লোকজনের সহায়তায় আইনপ্রয়োগকারি সংস্থা নিখোঁজদের উদ্ধার করতে চেষ্টা চালায়। কিন্তু নিখোঁজের অনেককে আর জীবিত উদ্ধার করা সম্ভব হচ্ছে না। নিখোঁজদের মাঝে সাগরের তীরে এপর্যন্ত ১২ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এর মাঝে এক নারী ও একজন পরুষ রয়েছে বাকিরা শিশু।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।