৪ এপ্রিল, ২০২৫ | ২১ চৈত্র, ১৪৩১ | ৫ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!

নাফ ফুটবল একাদশ ও মৌলভী বাজার স্পোটিং ক্লাবের খেলা গোল শূন্য ড্র

Teknaf Pic-

হ্নীলায় আন্তঃউপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ৩য়দিনের খেলায় টেকনাফ নাফ ফুটবল একাদশ ও মৌলভী বাজার স্পোটিং ক্লাবের মধ্যকার খেলা গোল শূন্য ড্র হয়েছে।
১৯ এপ্রিল বিকাল সাড়ে ৪টায় হ্নীলা হাইস্কুল খেলার মাঠে জাতীয় সংগীত পরিবেশক ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ৩য়দিনের খেলা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম ইউনুছ বাঙ্গালী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টূর্ণামেন্ট পরিচালনৈা কমিটির আহবায়ক কায়সার উদ্দিন আহমদ, যুগ্ন আহবায়ক মাহবুব মোরশেদ, মৌলানা শাকের আহমদ, সদস্য আবছার কামাল নোবেল, হাজী এমদাদ উল্লাহ, রাশেদ মাহমুদ আলী, ইব্রাহীম খলিল,বাহাদুর শাহ তপু, সোলতান আহমদ কালু, মাষ্টার জামিল আহমদ, আবুল কালাম আলম,আব্দুল খালেক প্রমুখ। পরে রেফারী লম্বা বাশিঁ বাজিয়ে খেলা শুরু করে। শুরু থেকেই উভয় দলের খেলোয়াড়দের দারুণ নৈপূন্যে আক্রমণ-পাল্টা আক্রমণে এগিয়ে গেলেও রক্ষণভাগের দৃড়তায় কোন দলই গোলের দেখা পায়নি। মধ্য বিরতির পর আবারো দূ‘দলই সমানতালে আক্রমণ-পাল্টা আক্রমন চালিয়ে দর্শকদের টান টান উত্তেজনায় মাতিয়ে তুলে। কিন্তু রেফারী খেলার শেষ বাঁশি বাজালে কোন দলই গোলের দেখা না পেয়ে নিরাশ হয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ত্যাগ করে। খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন সুবীর বড়–য়া ভুলু,সহকারী রেফারী সিরাজুল হক ও আলী হোসেন। ৪র্থদিনের খেলায় শাহপরীর দ্বীপ ফুটবল একাদশ বনাম লেদা আবু বক্কর স্মৃতি ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।