হ্নীলা ওয়াব্রাং গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের শেষ কোয়ার্টার ফাইনাল খেলায় ট্রাইবেকারে নাফ সিটি ফুটবল একাদশ নাজিরপাড়াকে ৪-২গোলে পরাজিত করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে হ্নীলা ফুলের ডেইল টু-ব্রাদার্স ফুটবল একাদশ।
১৭ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৪টায় হ্নীলা ওয়াব্রাং ক্রীড়া পরিষদ কর্তৃক আয়োজিত গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের কোয়ার্টার ফাইনালের শেষ খেলা নাফ সিটি ফুটবল একাদশ নাজিরপাড়া ও হ্নীলা ফুলের ডেইল টু-ব্রাদার্স ফুটবলএকাদশের মধ্যে অনুষ্ঠিত হয়।খেলার প্রথমার্ধ্বে কোন দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে গোলের দেখা না পেয়ে মধ্যবিরতি গড়ায়। মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরুর পরও উভয়দল আক্রমন-পাল্টা আক্রমণ চালিয়ে খেলাকে উত্তেজনাপূর্ণ করে তোলেন। কিন্তু কোন দলই গোলের দেখা না পেয়ে খেলা ট্রাইবেকারে গড়ায়। এতে হ্নীলা ফুলের ডেইল টু-ব্রাদার্স ফুটবল একাদশ ৪-২গোলে নাফ সিটি ফুটবল একাদশ নাজিরপাড়াকে পরাজিত করে সেমিফাইনালে অবতীর্ণ হয়। খেলায় প্রধান রেফারী ছিলেন মুজিব,সহকারী রেফারী ছিলেন আনিস ও জয়নাল আবেদীন এবং ৪র্থ রেফারী ছিলেন জয়নাল। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোল রক্ষক সেলিম। ১৯ফেব্রুয়ারী বিকাল ৪টায় লেদা স্পোটিং ক্লাব ফুটবল একাদশ বনাম তরুণ প্রবাহ বড় হাবিব পাড়া একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।