১৮ নভেম্বর, ২০২৪ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৫ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা   ●  রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক চোরা চালানের গডফাদার ফরিদ ফের সক্রিয়   ●  কক্সবাজার সমবায় ব্যাংকের ব্যবস্থাপনা কমিটিতে কবির, আফসেল ও রাশেলকে প্রতিনিধি মনোনয়ন।

কক্সবাজারে জেলা যুব মহিলা লীগের আলোচনা সভায় মেয়র মুজিব

নারীদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে যুব মহিলা লীগ প্রতিষ্ঠা করেছিলেন শেখ হাসিনা

সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান বলেছেন, নারী সমাজকে সংগঠনের পতাকাতলে একত্রিত করে সকল বাধা ডিঙিয়ে নারীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যেই যুব মহিলা লীগ প্রতিষ্ঠা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেই থেকে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সন্ত্রাস, জঙ্গীবাদ, দুর্নীতিসহ সকল অত্যাচার-অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার কাজ চালিয়ে যাচ্ছে দলটি। এবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে যুব মহিলা লীগের নেতাকর্মীদের আন্তরিকভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন মেয়র মুজিব।
বৃহস্পতিবার বিকেলে শহরের লালদিঘীর পাড়স্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কক্সবাজার জেলা যুব মহিলালীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসিনা আক্তার রীতার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাছলিমা আক্তার রুমানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগ নেতা বদরুল হাসান মিল্কী, জসিম উদ্দিন চেয়ারম্যান ও আয়েশা সিরাজসহ জেলা আওয়ামী লীগ ও জেলা যুব মহিলা লীগের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরে কেক কেটে ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
২০০২ সালের ৬ জুলাই ছাত্রলীগের একঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে যুব মহিলা লীগ প্রতিষ্ঠা করেছিলেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।