২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

কক্সবাজারে জেলা যুব মহিলা লীগের আলোচনা সভায় মেয়র মুজিব

নারীদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে যুব মহিলা লীগ প্রতিষ্ঠা করেছিলেন শেখ হাসিনা

সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান বলেছেন, নারী সমাজকে সংগঠনের পতাকাতলে একত্রিত করে সকল বাধা ডিঙিয়ে নারীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যেই যুব মহিলা লীগ প্রতিষ্ঠা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেই থেকে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সন্ত্রাস, জঙ্গীবাদ, দুর্নীতিসহ সকল অত্যাচার-অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার কাজ চালিয়ে যাচ্ছে দলটি। এবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে যুব মহিলা লীগের নেতাকর্মীদের আন্তরিকভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন মেয়র মুজিব।
বৃহস্পতিবার বিকেলে শহরের লালদিঘীর পাড়স্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কক্সবাজার জেলা যুব মহিলালীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসিনা আক্তার রীতার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাছলিমা আক্তার রুমানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগ নেতা বদরুল হাসান মিল্কী, জসিম উদ্দিন চেয়ারম্যান ও আয়েশা সিরাজসহ জেলা আওয়ামী লীগ ও জেলা যুব মহিলা লীগের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরে কেক কেটে ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
২০০২ সালের ৬ জুলাই ছাত্রলীগের একঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে যুব মহিলা লীগ প্রতিষ্ঠা করেছিলেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।