কক্সবাজার টিএমসি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাহিত্য সাংস্কৃতি প্রতিযোগিতা পুরুস্কার বিতরনী অনুষ্টান গতকাল বিকেল ৪টায় বিদ্যালয় প্রাঙ্গনে স্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ¦ মছলেহ উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর-৩ আসনের সাংসদ আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল। প্রধান অতিথি বলেন,বর্তমান আওয়ামী লীগ সরকারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে নারী শিক্ষাকে প্রধান্য দিয়েছেন। নারী শিক্ষার উন্নয়নে নারীদেরকে ¯œাতক পর্যন্ত অবৈতনিক ভাবে পড়া লেখা করার সুযোগ করে দিয়েছেন। বিনামূল্যে প্রাথামিক থেকে শুরু করে মাধ্যমিক পর্যন্ত সকল শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতে পাঠ্য পুস্তুক তুলে দিয়ে শিক্ষা ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছেন। আগামী দিনে দেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তুলতে হলে নারী শিক্ষার বিকল্প নেই। নারী শিক্ষার উন্নয়ন হলে জাতীয় উন্নয়ন সম্ভব। সুতরং নারী শিক্ষা উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। উক্ত পুরুস্কার বিতরনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার পৌর আওয়ামী লীগ সভাপতি জননেতা মুজিবুর রহমান চেয়ারম্যান, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম,কক্সবাজার জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী,জেলা কৃষক লীগের সহ-সভাপতি আনিসুল হক চৌধুরী,৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,স্কুলের শিক্ষিকা জাহেদা সুলতান,মানপত্র পাঠ করেন, কাউসার জাহান তালুকদার,এতে উপস্থিত ছিলেন,জেলা কৃষক লীগের সহ-সভাপতি মাষ্টার বজল করিম,রফিক উদ্দিন, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল্লা মেম্বার,সাবেক ছাত্রলীগ নেতা মুবিনুল হক,জেলা জাতীয় পার্টির নেতা আলহাজ¦ রুহুল আমিন সিকদার, নুরআল হেলাল,আব্দুল গফুর, রুস্তম আলী, জয়নাল আবেদীন,মুরশেদ হোসাইন তানিম,সোহরাব হোসাইন চৌধুরী,জাফর আলম ইমু, হেলাল উদ্দিন বাদশা, নুরু, সজীব দাশ,জয়নাল আবেদীন,এহছানসহ এলাকার গন্যমান্য ও শিক্ষার্থীদের অভিবাবক। অনুষ্টান পরিচালনা করেন স্কুলের ইংরেজী শিক্ষক মাষ্টার আবদুর রহিম।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।