নিজস্ব প্রতিবেদক :
বিএনপি-জামায়াতের হরতাল ও অবরোধকে কেন্দ্র করে পুলিশের দায়ের করা নাশকতার মামলায় টেকনাফে ৫ জন গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার এই ৫ জনকে বুধবার বিকালে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সোহেল, আবদুল্লাহ কাইছার, শফি আলম, ইব্রাহিম ও জাকারিয়া। বুধবার রাতে আদালতে দায়িত্বরত এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে এর মধ্যে কক্সবাজার সদর থানার পুলিশ ৭ জনকে এবং উখিয়া থানার পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। যাদেরও আদালতে পাঠানো হয়েছে।
কক্সবাজার জেলা কারাগারের সূত্র মতে, হরতাল ও অবরোধকে কেন্দ্র করে পুলিশের দায়ের করা নাশকতা মামলার ১৩ জন আসামি কারাগারে রয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।