১৯ এপ্রিল, ২০২৫ | ৬ বৈশাখ, ১৪৩২ | ২০ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে সংগ্রাম চলবেই : আহমদ শফি

নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে সংগ্রাম চলবেই : আহমদ শফি
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মঈনুল ইসলাম মাদরাসার প্রধান পরিচালক শাইখুল হাদীস শাহ্ আহমদ শফি বলেছেন, মুসলমান নামধারী নাস্তিক, মুরতাদ ও ধর্মদ্রোহীরা আল্লাহর দুশমন। নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আজীবন চলবে।

শুক্রবার রাতে হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে দু’দিনব্যাপী শানে-রেসালত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আহমদ শফি বলেন, মুসলমানদের ঘরে ঘরে নামাজি মানুষ তৈরি করতে পারলে পরিবার ও সমাজে কোন অশান্তি থাকবে না। এসময় তিনি সকলকে প্রকৃত মুমিন ও নামাজি হওয়ার আহবান জানান।

চকরিয়া বরইতলী ফয়জুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা মোহাম্মদ সুহাইব নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত শানে-রেসালত সম্মেলনের ১ম দিনে বিশেষ অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর মুফতি মোজাফফর আহমদ।

আরো বক্তব্য রাখেন হেফাজত ইসলামের ঢাকা জামেয়া কাছেমুল উলুম মাদরাসার পরিচালক আল্ল¬ামা জুনাইদ আল হাবিব, হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা তোফাজ্জল হক সিলেটী, ব্রাহ্মণবাড়িয়া জামেয়া দারুল আরকামের পরিচালক আল্লামা সাজেদুর রহমান, হেফাজত ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী প্রমুখ।

হেফাজত ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, দেশের আলেম ওলামা, মসজিদের ইমাম ও কৃষক-শ্রমিক, মেহনতি-জনতা কারো বিরুদ্ধে কোন দুর্নীতির প্রমাণ নেই। দেশের শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষা না থাকার কারণে দেশের সর্বোচ্চ ডিগ্রিধারীরা বর্তমানে দুর্নীতিতে লিপ্ত হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।