২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিরাপদ অভিবাসন প্রচারণায় কক্সবাজার থেকে উখিয়ায় ৬০ স্কাটারের স্কেটিং র‌্যালি

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার জেলার ৩টি উপজেলায় আন্দামান ফেরত অভিবাসীদের পুনর্বাসনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এই ধারাবাহিকতায় শনিবার সকালে কক্সবাজার সদর উপজেলা হতে উখিয়া পর্যন্ত ৬০জন স্কাটার ও উপকারভোগী নিয়ে এক র‌্যালি ও কবিগান অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংগঠন ইপসা দাতা সংস্থা আইওএম এর সহায়তায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত র‌্যালির শুভ উদ্ধোধন করেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন। অনুষ্ঠান কক্সবাজার সদর উপজেলা থেকে শুরু হয়ে উখিয়া গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যিশু বড়–য়া, রায়হান উদ্দিন, হোসনে আরা রেখা, মোশাররফ হোসেন ও সুপাইরা আকতার। অনুষ্ঠানের সামগ্রিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন প্রোজেক্ট ম্যানেজার মো. জসিম উদ্দিন।
অনুষ্ঠানে শুভ উদ্ধোধনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন বলেন, অবৈধ অভিবাসন একটি জঘন্যতম এবং আইনত দন্ডনীয় অপরাধ। কিন্তু তা সত্বেও অবৈধ অভিবাসন বন্ধ হচ্ছে না। প্রতি বছর এ দেশের অনেক নিরীহ মানুষ (নারী, শিশু এবং পুরুষ) এক শ্রেণীর দালার চক্রের খপ্পরে পড়ে নানা প্রলোভনে দেশের ভিতরে কিংবা বিদেশে অবৈধ অভিবাসন ও পাচারের শিকার হচ্ছে। তিনি বলেন- এই ধরনের সচেতনতার ফলে মানুষ অবৈধ অভিবাসনের কুফল সম্পর্কে জানবে এবং নিজেরা সচেতন হবে। তিনি অবৈধ অভিবাসন রোধে ইপসার এই ধরনের র‌্যালির আয়োজন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং র‌্যালিতে অংশগ্রহন করার জন্য স্কাটারদের ও ধন্যবাদ জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।