২৭ ডিসেম্বর, ২০২৪ | ১২ পৌষ, ১৪৩১ | ২৪ জমাদিউস সানি, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজারের অগ্রগতি ও উন্নয়ন থমকে দিচ্ছে রোহিঙ্গা সমস্যা – শাহজাহান চৌধুরী   ●  উখিয়ায় বৃহত্তর হলদিয়াপালং ইমাম ও উলামা পরিষদ এর কেন্দ্রীয় কাউন্সিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে   ●  রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ২, পুড়লো ৫ শতাধিক ঘর   ●  তিন সন্তান রেখে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী থানায় অভিযোগ   ●  উখিয়ায় উপজেলা প্রশাসনের অভিযানে টিসিবি পণ্য জব্দ, তিন ব্যবসায়ীকে অর্থদন্ড   ●  নূরসানা মোর্শেদ পিউলির ঘরে অন্যরকম আনন্দ   ●  রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন উখিয়ার বীর মুক্তিযুদ্ধা আবুল খায়েরের   ●  “নূরসানা মোর্শেদ পিউলির বৃত্তি লাভ”   ●  এসপি হলেন সীমান্ত উপজেলার বাহারছড়ার সন্তান মোঃ সাইফুল্লাহ   ●  “হাসিঘর ফাউন্ডেশন’র শীত উৎসব উদযাপিত হয়েছে

নিহত সাইফ উদ্দিনের বিষয়ে পৌর আওয়ামীলীগের বিবৃতি

প্রেস বিজ্ঞপ্তি :

সাইফ উদ্দিন হত্যাকান্ড বিষয়ে কক্সবাজার জেলা পুলিশ সুপার মহোদয় ২২ আগস্ট প্রেস কনফারেন্সের মাধ্যমে মরহুম সাইফ উদ্দিন কে পৌর আওয়ামী লীগ নেতা বলে আখ্যা দিয়ে বক্তব্য রেখেছেন এবং আমরাও আরও উপলব্ধি করে দেখেছি দেশের প্রথম সারির অনেক গণমাধ্যম ও স্থানীয় অনলাইন পোর্টাল ও প্রিন্ট মিডিয়ায় পৌর আওয়ামী লীগ নেতা হিসেবে উপস্থাপন করা হয়েছে তা মোটেও সত্যি নয়।

তিনি পৌর আওয়ামী লীগের বর্তমান কমিটিতে কোন দায়িত্বে নেই। এমন গুরুতর একটি বিষয়ে জেলার একটি গুরুত্বপূর্ণ সংস্থা প্রধান ও দেশের গুরুত্বপূর্ণ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীদের আরও দায়ীত্বশীল হওয়া প্রয়োজন ছিল। এই রকম একটি ঘটনার সঠিক ভাবে তথ্য না জেনে না বুঝে সংবাদ পরিবেশন ও উপস্থাপন আমাদের দৃষ্টিতে উদ্যেশ্য প্রণোদিত বলে মনে হয়েছে এবং আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মুলত মরহুম সাইফ উদ্দিন আগের কমিটির দায়িত্বে ছিলেন এবং দীর্ঘ বছর মাননীয় সংসদ সদস্য সায়মুম সরওয়ার কমল এর ঘনিষ্ঠ হয়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। যেহেতু তিনি অনেক বছর বর্তমান পৌর আওয়ামী লীগের রাজনীতির সাথে কোন ভাবে সম্পৃক্ত ছিলেন না সেহেতু তাকে বর্তমান কমিটির নেতা উল্লেখ করার যৌক্তিক কোন কারণ দেখছি না।

কক্সবাজার পৌর আওয়ামী লীগ একটি সুসংগঠিত সংগঠন। যা ইতিমধ্যে কক্সবাজার জেলার বিভিন্ন পেশাজীবি মানুষের মাঝে প্রতীয়মান হয়েছে। দলীয় যেকোন কর্মসূচি বাস্তবায়নে ও রাজপথে দেশ বিরোধী সকল প্রতিবন্ধকতা প্রতিহত করতে এবং যেকোন প্রাকৃতিক দূর্যোগ সহ মানবিক প্রয়োজনে পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ সর্বোচ্চ ত্যাগ করে প্রথম সারিতে থেকে ইতিমধ্যে এই অঞ্চলে মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে। সুতরাং এমন একটি মডেল সংগঠন কে বিতর্কিত করা থেকে সকল সংস্থা ও সাংবাদিক সহ সকল কে বিরত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কর।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।