চোটের কারণে কোপা আমেরিকা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ব্রাজিলের অন্যতম সেরা খেলোয়াড় নেইমার। তার জায়গায় দলে ডাক পেয়েছেন চেলসি উইঙ্গার ও অ্যাটাকিং মিডফিল্ডার উইলিয়ান।
গত বৃহস্পতিবার কাতারের বিপক্ষে খেলা প্রীতি ম্যাচে ২-০ গোলে জয় পেলেও একটি দুঃবাদ শুনতে হয় ব্রাজিলকে। ডান পায়ের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গেছে তার।
ফলে নিজেদের মাঠে অনুষ্ঠেয় কোপা আমেরিকা খেলা হচ্ছে না বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের।
ব্রাজিল ফুটবল ফেডারেশন থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, নেইমারের চোট বেশ গুরুতর। হাতে যা সময় রয়েছে তাতে ফিট হয়ে তার পক্ষে টুর্নামেন্ট খেলা সম্ভব নয়।
২০০৭ শেষবার কোপার আসরে সেরা হয়েছিল ব্রাজিল দল। এক যুগ পর লাতিন আমেরিকা সেরা হতে পিএসজি তারকা নেইমারের উপর অনেকটাই নির্ভরশীল ছিল তিতের দল। কিন্তু চোটের কারণে নেইমার ছিটকে যাওয়ায় নতুন করে স্ট্র্যাটেজি সাজাতে হচ্ছে ব্রাজিল কোচকে।
নেইমারের জায়গায় দলে ডাকা হয়েছে উইলিয়ানকে। ব্রাজিলের জার্সিতে আক্রমণভাগের এই খেলোয়াড় এখন পর্যন্ত খেলেছেন ৬৫ ম্যাচ, গোল করেছেন আটটি।
১৪ জুন উঠবে ৪৬তম কোপা আমেরিকার পর্দা।
প্রথম দিনই বলিভিয়ার মুখোমুখি হবে স্বাগতিক ব্রাজিল। ‘এ’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও পেরু। মুল টুর্নামেন্টে পা রাখার আগে রোববার প্রীতি ম্যাচে হন্ডুরাসের মুখোমুখি হবে তিতের দল।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।