কক্সবাজার পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত জেনে প্রতিপক্ষের প্রার্থী সংঘাত সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মো. মাহŸুবুর রহমান চৌধুরী।
তিনি বলেছেন, নির্বাচন যত ঘনিয়ে আসছেন ততই নৌকা প্রতীকের পক্ষে দলীয় নেতা-কর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। এতে পৌরসভার ১২ টি ওয়ার্ডে সাধারণ ভোটারদের ব্যাপক সাড়া লক্ষ করা যাচ্ছে। যা নৌকা বিজয়কে নিশ্চিত করছে। এ পরিস্থিতি প্রতিপক্ষের প্রার্থী লোকজন সাধারণ ভোটার ও কর্মীদের হুমকি প্রদর্শন অব্যাহত রেখেছে। একই সঙ্গে পরিকল্পিতভাবে সংঘাত সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।
মাহবুব অভিযোগ করেন, নৌকা গণসংযোগ, পথসভার আশে-পাশে নারকেল গাছ প্রতীকের প্রার্থী মাইকিং, গান-বাজনা করে নৌকার সমর্থকদের উস্কে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।
এতে সাধারণ ভোটারদের শান্তি থাকার আহবান জানিয়ে মাহাবুব বলেন, পরিকল্পনা সংঘাত সৃষ্টির পাঁয়তারা মেনে নেয়া হবে না। এর ধরণের আচরণ থেকে প্রতিপক্ষকে বিরত থাকার আহবান জানান তিনি।
মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভায় এসব কথা বলেন মেয়র প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী।
মঙ্গলবার দুপুরে উত্তর নুনিয়ারছড়া এলাকায় গণসংযোগ করতে গেলে মাহাবুবকে সাধারণ মানুষ ব্যাপকভাবে অভিবাদন জানান। যেখানে সাধারণ ভোটাররা নৌকা প্রতীকের পক্ষে ভোট প্রদানের অঙ্গিকার করেন।
যেখানে উত্তর নুনিয়ার ছড়া এলাকায় আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, মোস্তাক আহমদ চৌধুরী। এতে সভাপতিত্ব করেন বাদশা মিয়া, অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামীলীগের সদর সভাপতি মাহামুদুল করিম মাদু।
এর পর ফিসারী ঘাটে পথসভায় সভাপতিত্ব করেন ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ আজাদ। এতে পৌর ছাত্রলীগের সভাপতি হাসান তারেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, মোস্তাক আহমদ চৌধুরী, রেজাউল করিম, মেয়র প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম, সদর আওয়ামী লীগ সভাপতি মাহামুদুল করিম মাদু, জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর, জেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওসমান গণি টুলু।
এসময় গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা রাজা শাহ আলম, লে. কর্ণেল ফোরকান আহমদ, নাজনীন সরওয়ার কাবেরী, এটিএম জিয়া উদ্দিন, আমিনুর রশিদ দুলাল, শোয়েব ইফতেখার, ডালিম বড়ুয়া, শ্রমিকলীগ ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান কালু, সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী, রামু সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, শাহেদ মো. এমরান, জেলা ছাত্রলীগ সহ সভাপতি মঈন উদ্দিন, জেলা যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক রুমানা আক্তার তসলিমা, জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ।
সন্ধ্যায় বাহারছড়া এলাকায় কক্সবাজার ল্যাবরেটরি স্কুলে মহিলা সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, মেয়র প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, জেলা জাসদ সভাপতি নঈমুল হক টুটুল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, বাহারছড়া সমাজ কমিটির সভাপতি কামরুল ইসলাম কাজল, নাজনীন সরওয়ার কাবেরী, মোহাম্মদ হোসাইন মাসু, সদর আওয়ামী লীগ সভাপতি মাহামুদুল করিম মাদু, যুবলীগ নেতা শোয়েব ইফতেখার, মোহাম্মদ শহিদুল্লাহ, জেলা শ্রমিক লীগ সভাপতি শফিকুর রহমান কালু ও সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারীভ
এরপর হরিজন পাড়ায় পথসভায় বক্তব্য রাখেন মেয়র প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট রনজিত দাশ, প্রিয়তোষ পাল চন্দন, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বেন্টু দাশ, সদর পুজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বাপ্পী শর্মা, পৌর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জনি ধর, মহল্লা কমিটির সভাপতি ধনরঞ্জন হরিজন, রাজু দাশ, রাজু পাল, প্রদীপ দাশ ও বাটি রাম। সভা সঞ্চালনা করেন সুজন শর্মা।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।