১৮ এপ্রিল, ২০২৫ | ৫ বৈশাখ, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

পটিয়া থানা পুলিশের অভিযানে ২৪ রোহিঙ্গা গ্রেপ্তার

কক্সবাজারসময় ডেস্কঃ রোহিঙ্গা গ্রেপ্তারে পটিয়া থানা পুলিশ বিশেষ অভিযানে নেমেছে। গতকাল (শুক্রবার) ভোররাতে পটিয়া পৌর সদরের ৮নং ওয়ার্ডের গোবিন্দারখীল এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন বয়সের ২৪ জন রোহিঙ্গাকে পুলিশ গ্রেপ্তার করেছে। দীর্ঘদিন ধরে পটিয়া পৌর সদরের বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে রোহিঙ্গারা বসতি গড়ে তুলেছে। যাদের মধ্যে অনেকে ভোটার কার্ড ও জন্মনিবন্ধন পর্যন্ত সৃষ্টি করেছে। কেউ কেউ বিয়েশাদি করে সংসার জীবন শুরু করেছে।

অভিযোগ ওঠেছে, রোহিঙ্গাদের কারণে সম্প্রতি পটিয়ায় গরু চুরি থেকে শুরু করে ছিনতাই বেড়েছে। এছাড়া কিশোর গ্যাংকে জড়িয়ে পড়ছে রোহিঙ্গা কিছু যুবক। ফলে অপরাধ ঘটছে।

 

গতকাল (শুক্রবার) ভোররাতে অভিযান চালিয়ে রোহিঙ্গা নাগরিক নেজাম উদ্দিন (৬৫), শহীদুল ইসলাম (১৯), শফিক আলম (১৯), আবদুল কালাম (৪২), মো. হোসেন (২১), জিয়াউর রহমান (১৯), সাইফুল ইসলাম (১৯), ইউসুফ (২০), নবী হোসেন (৩৭), আমিন (৪২), ইলিয়াছ (৩০), আবদুর রাজ্জাক (২৫), নুরুল আমিন (৪০), আনোয়ার ছাদেক (২১), জিয়াউর রহমান (১৯), আহমদ কবির (৪৫), মজিবুর রহমান (১৯), শরীফ (১৯), বশির আহমদ (৫৫), আবদুল মোনাফ (৬০), আলী আহমদ (১৯), আবদুস ছালাম (৪৮), মো. জুনায়েদ (৪২), মো. কাশেম (৩৯) কে গ্রেপ্তার করা হয়েছে। পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন ও উপ-পরিদর্শক এনামুল হকের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এসব রোহিঙ্গাদের গ্রেপ্তার করেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার, টেকনাফ এলাকার রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে ও আগে থেকে বেশ কিছু রোহিঙ্গা পটিয়া উপজেলার হাইদগাঁও, কচুয়াই, কেলিশহরের পাহাড়ি এলাকা ছাড়াও পৌর সদরের বিভিন্ন ওয়ার্ডে ভাড়া বাসা নিয়ে বসবাস করছে। একশ্রেণীর লোভী মানুষ তাদেরকে আশ্রয়প্রশ্রয় দিচ্ছে। যার কারণে অপরাধ দিন দিন বাড়ছে। এর আগে হাইদগাঁও ইউনিয়ন থেকে ৪২ জন রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করে উখিয়া ক্যাম্পে পাঠানো হলেও অনেকে সেখান থেকে পুনরায় ফিরে এসেছে। সম্প্রতি পটিয়ার বিভিন্ন এলাকায় গরু চুরি, মোবাইল ফোন ছিনতাই, কিশোর গ্যাং, ঝাপটাবাজির কারণে পুলিশ সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে নেমেছে। রাত ১২টার পর কোন দোকানপাট খোলা না রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছে থানা পুলিশ জানিয়েছে। কারণ অপরাধীরা চায়ের দোকানে রাতভর আড্ডা দিয়ে পরে চুরি, ছিনতাইসহ অপরাধে জড়িয়ে পড়ছে। আশিয়া বাংলা বাজার, মৌলভীহাট, ধলঘাট, ভাটিখাইন, রেলস্টেশন, কালীগঞ্জ ব্রিজ, মুরালী ব্রিজ, খরনাসহ সীমান্ত এলাকায় দোকানপাট খোলা থাকার কারণে অপরাধীরা আড্ডা দিচ্ছে। এদিকে গরু চুরির সঙ্গে কিছু কসাই সম্পৃক্ত থাকারও তথ্য মিলেছে বলে ওসি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।