রায়হান সিকদার,(লোহাগাড়া): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া হিন্দু বাড়ই পাড়া এলাকায় দীর্ঘ ১শ বছরের পুরনো চলাচলের রাস্তা জোরপূর্বক প্রতিপক্ষরা দখল করার পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে উক্ত এলাকার বাসিন্দা মৃত সোনারাম দে`র পুত্র অসহায় সুনীল দে(৪৮) উক্ত প্রতিবেদককে জানিয়েছেন,তারা রাস্তাটি দিয়ে দীর্ঘ ১বছরের পুর্ব থেকে দেখে আসছেন যে,সড়কটি সবার জন্য উন্মুক্ত ছিল।এ রাস্তা দিয়ে এলাকার সার্বজনীন শ্রী হরি মন্দিরে বিভিন্ন পুজার সময় চলাচল করে থাকে। তিনি আরো জানিয়েছেন,প্রতিপক্ষ ওই এলাকার মৃত যতীন্দ্র লাল দে এর পুত্র পেলোরাম দে(৪৭) ও পরিমল দে(৪৫) সহ আরো ৫/৮জনের দলবল নিয়ে ২৪নভেম্বর বিকেলে জোরপুর্বক চলাচলের রাস্তার উপর গাছের খুঁটি দিয়ে দখল করার পায়তারা চালাচ্ছে। প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ার কারণে তারা তাদের বিরুদ্ধে কিছুই করার সাহস পাচ্ছেনা।অসহায় সুনীল দে এলাকার লোকজন ও মন্দিরে চলাচলের রাস্তা রক্ষার সুবিধার্থে আইনের আশ্রয় নিবেন বলেও উক্ত প্রতিবেদককে জানান।অন্যদিকে,প্রতিপক্ষদের মুঠোফোন না পাওয়ায় তাদের বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।