সনাতনী সম্প্রদায়ের পবিত্র গঙ্গা’র স্রান বা মহা বারুণী ¯œান ১৮ মার্চ। সনাতনী কৃষ্টি ও ভাবধারা এবং লোকজ ঐতিহ্যের অন্যতম ধর্মাচার মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথির এই বারুণী ¯œানকে কেন্দ্র করে প্রতিবছরের ন্যায় এ বছর কক্সবাজার জেলা অদ্বৈত-অচ্যুত মিশনের উদ্যোগে আয়োজন করা হয়েছে নানা মাঙ্গলিক অনুষ্ঠানের। এর মধ্যে রয়েছে আগামীকাল ১৮ মার্চ বুধবার সমুদ্র সৈকতের ডায়াবেটিক পয়েন্টে শ্রীশ্রী গঙ্গাপূজা, শ্রী গীতা পাঠ, শ্রী গুরু পূজা, ভাগবতীয় আলোচনা, ভজন কীর্তণ, ফ্রি চিকিৎসা সেবা, ঔষুধ বিতরণ ও মহা প্রসাদ বিতরণ। এই মাঙ্গলিক অনুষ্ঠানের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোঃ আলী হোসেন। প্রধান অতিথি থাকবেন মহিলা সংসদ সদস্য খোরশেদ আরা হক। ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ চট্টগ্রামের বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ অধ্যাপক অজিত দাশ ও বার আউলিয়া ডিগ্রী কলেজের অধ্যাপক স্বপন চৌধুরী। গীতাপাঠ ও সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট কণ্ঠশিল্পী প্রদর্শন দেবনাথ ও তার দল। উক্ত অনুষ্ঠানমালার প্রতিটি পর্বে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার জন্য মহা বারুণী ¯œান ও শ্রীশ্রী গঙ্গাপূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ ধর, অর্থ সম্পাদক রতন ধর ও সাধারণ সম্পাদক দীলিপ ধর অনুরোধ জানিয়েছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।